টানা বৃষ্টির জেরে ধস এবং তার ফলে মৃত্যুমিছিল যেন সারা দেশের চেনা চিত্র হয়ে উঠেছে। মাত্র কিছুদিন আগেই আতঙ্কের অপর নাম ছিল ওয়ানাড়। এবার ঘটনাস্থল উত্তরাখণ্ড। ধসের জেরে কেদার ও বদ্রীর একাধিক রুটে বিপর্যস্ত পরিষেবা। গতকাল, বৃহস্পতিবার রাত ১টা ২০ মিনিট নাগাদ প্রবল বৃষ্টির জেরে হঠাৎই ধস নামে রুদ্রপ্রয়াগ জেলার ফাটা এলাকায়। যার জেরে মৃত্যু হয়েছে ৪ জন শ্রমিকের। তাঁরা প্রত্যেকেই নেপালের নাগরিক।গতকাল রাতেই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলের দিকে রওনা দেয় এসডিআরএফের বিশেষ টিম। যদিও উদ্ধারকারী দলের পক্ষেও ঘটনাস্থলে পৌঁছতে যথেষ্ট বেগ পেতে হয়। রাস্তা অবরুদ্ধ থাকায় ২ কিমি পথ হেঁটেই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। জেসিবি আটকে পড়ায় এসডিআরএফের জওয়ানরা হাত দিয়েই মাটি, পাথর সরিয়ে উদ্ধারকাজ শুরু করেন। শেষ পর্যন্ত ধ্বংসাবশেষের মধ্যে থেকে চার শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতরা হলেন, তুল বাহাদুর, পূর্ণ নেপালি, কৃষ্ণা পারিহার এবং দীপক বুরা। এই প্রসঙ্গে জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিক নন্দন সিং রাজওয়ার জানিয়েছেন, গতকাল রাত ১টা ২০ মিনিটে রুদ্রপ্রয়াগের ফাটা হেলিপ্যাডের কাছে ধ্বংসস্তূপের মধ্যে চার জনের আটকে পড়ার খবর পাওয়া যায়। এরপরেই তড়িঘড়ি উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি, এদিন ভোর রাতে ওই চার শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়।
Related Posts
ওয়েনাড়ে ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে বাড়ি বানিয়ে দেবে কংগ্রেস, ঘোষণা রাহুল গান্ধীর
কেরলের ওয়েনাড়ে ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১০০-র বেশি পরিবারকে নতুন বাড়ি বানিয়ে দেবে কংগ্রেস। শুক্রবার এই ঘোষণা করেছেন লোকসভার বিরোধী দলনেতা তথা ওয়েনাড়ের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধী। তিনি বলেন, ‘‘কেরল কখনও এত বড় বিপর্যয় দেখেনি। তিনটি বড় ভূমিধসের ঘটনায় ২৭৫ জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন। বহু মানুষ গৃহহারা হয়েছেন।’’ ভূমিধসের কারণে সহায়-সম্বলহীন হয়ে পড়া পরিবারগুলির সঙ্গে দেখা […]
পূর্ব দিল্লির গাজিপুর ভাগাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড
পূর্ব দিল্লির গাজিপুর ভাগাড়ে আগু লাগে রবিবার সন্ধ্যায় ৷ গরম ও শুষ্ক আবহাওয়ার জেরে ক্রমেই তা ভয়াবহ চেহারা নেয় বলে দাবি সংশ্লিষ্ট আধিকারিকদের ৷ রাত থেকেই দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে ৷ দিল্লি ফায়ার সার্ভিসের এক আধিকারিক বলেন, “আমরা বিকেল সাড়ে পাঁচটা নাগাদ অগ্নিকাণ্ডের বিষয়ে জানতে পেরেছিলাম ৷ প্রাথমিকভাবে দমকলের দু’টি ইঞ্জিনকে পাঠানো […]
ভারত বাংলাদেশের জলবণ্টন চুক্তি নিয়ে রাজ্যের দাবিকে খারিজ করে পালটা বিবৃতি কেন্দ্রের
ভারত – বাংলাদেশ গঙ্গা জলবন্টন চুক্তি নিয়ে রাজ্যের সঙ্গে কথা বলা হয়নি, এই দাবি খারিজ করল কেন্দ্র। ২০২৩ সালের ২৪ জুলাই রাজ্যের থেকে প্রতিনিধি চাওয়া হয় ভারত বাংলাদেশ ১৯৯৬ সালের চুক্তি পুনর্নবীকরণের জন্য। ২০২৩ সালের ২৫ অগাস্ট রাজ্য সরকারের তরফে রাজ্যের সেচ ও জল সম্পদ দফরের ডিজাইন ও রিসার্চ বিভাগের চিফ ইঞ্জিনিয়ারকে প্রতিনিধি করে পাঠানো […]