টানা বৃষ্টির জেরে মাঝরাতে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে ধস, মৃত কমপক্ষে ৪

টানা বৃষ্টির জেরে ধস এবং তার ফলে মৃত্যুমিছিল যেন সারা দেশের চেনা চিত্র হয়ে উঠেছে। মাত্র কিছুদিন আগেই আতঙ্কের অপর নাম ছিল ওয়ানাড়। এবার ঘটনাস্থল উত্তরাখণ্ড। ধসের জেরে কেদার ও বদ্রীর একাধিক রুটে বিপর্যস্ত পরিষেবা। গতকাল, বৃহস্পতিবার রাত ১টা ২০ মিনিট নাগাদ প্রবল বৃষ্টির জেরে হঠাৎই ধস নামে রুদ্রপ্রয়াগ জেলার ফাটা এলাকায়। যার জেরে মৃত্যু হয়েছে ৪ জন শ্রমিকের। তাঁরা প্রত্যেকেই নেপালের নাগরিক।গতকাল রাতেই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলের দিকে রওনা দেয় এসডিআরএফের বিশেষ টিম। যদিও উদ্ধারকারী দলের পক্ষেও ঘটনাস্থলে পৌঁছতে যথেষ্ট বেগ পেতে হয়। রাস্তা অবরুদ্ধ থাকায় ২ কিমি পথ হেঁটেই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। জেসিবি আটকে পড়ায় এসডিআরএফের জওয়ানরা হাত দিয়েই মাটি, পাথর সরিয়ে উদ্ধারকাজ শুরু করেন। শেষ পর্যন্ত ধ্বংসাবশেষের মধ্যে থেকে চার শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতরা হলেন, তুল বাহাদুর, পূর্ণ নেপালি, কৃষ্ণা পারিহার এবং দীপক বুরা। এই প্রসঙ্গে জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিক নন্দন সিং রাজওয়ার জানিয়েছেন, গতকাল রাত ১টা ২০ মিনিটে রুদ্রপ্রয়াগের ফাটা হেলিপ্যাডের কাছে ধ্বংসস্তূপের মধ্যে চার জনের আটকে পড়ার খবর পাওয়া যায়। এরপরেই তড়িঘড়ি উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি, এদিন ভোর রাতে ওই চার শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়।

error: Content is protected !!