ঘূর্ণিঝড় রিমলের প্রভাবে বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি। অতি প্রবল বৃষ্টি ও ভূমিধসে আট রাজ্যে প্রাণ হারিয়েছেন ৩৬ জন ৷ ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত সড়ক ও রেল পরিষেবা ৷ মিজোরামে প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন ২৭ জন ৷ এর মধ্যে খনিতে ধস নেমে মিজোরামের রাজধানী আইজলে প্রাণ হারিয়েছেন ২১ জন, নিখোঁজ আরও ১০ জন ৷ নাগাল্যান্ডে মারা গিয়েছেন ৪ জন ৷ অসমে মৃতের সংখ্যা ৩ ও মেঘালয়ে মৃত্যু হয়েছে ২ জনের ৷ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার কারণে ভূমিধসের মতো ঘটনা ঘটছে ৷ উপড়ে গিয়েছে একাধিক গাছ ও বৈদ্যুতিক খুঁটি ৷ ব্যাহত হয়েছে বিদ্যুৎ ও ইন্টারনেট পরিষেবাও ৷ উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের লুমডিং বিভাগের অধীনে নিউ হাফলং-জাটিঙ্গা লামপুর সেকশন এবং ডিটোকচেরা ইয়ার্ডের মধ্যে জল জমে থাকার কারণে বহু ট্রেন হয় বাতিল হয়েছে ৷ বেশ কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে ৷ বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিক ও পুলিশ জানিয়েছেন, আইজলের মেলথুম এবং হ্লিমেনের মধ্যবর্তী খনি অঞ্চল থেকে এখনও পর্যন্ত ২১ জনের দেহ উদ্ধার করা হয়েছে ৷ সকালে ধসের পরে আরও কয়েকজন এখনও ধ্বংসাবশেষের নীচে আটকে পড়েছেন। অন্যদিকে জেলার সালেম, আইবাক, লুংসেই, কেলসিহ এবং ফলকাউনে ভূমিধসের ঘটনায় মারা গিয়েছেন ৬ জন, নিখোঁজ বহু৷ প্রাকৃতিক দুর্যোগে নাগাল্যান্ডে অন্ততপক্ষে 4 জন প্রাণ হারিয়েছেন ৷ রাজ্যের বিভিন্ন অংশে ক্ষতিগ্রস্ত হয়েছে ৪০টিরও বেশি বাড়ি । ফেক জেলার মেলুরি মহকুমার অন্তর্গত লারুরি গ্রামের কাছে নদীতে ডুবে মৃত্যু হয়েছে এক নাবালকের ৷ দেওয়াল ধসে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের ।
Related Posts
রাজস্থানের জয়সলমেরের কাছে ভেঙে পড়ল বায়ুসেনার চালকবিহীন এয়ারক্রাফ্ট
ভেঙে পড়ল বায়ুসেনার এয়ারক্রাফ্ট ৷ বৃহস্পতিবার সকালে রাজস্থানের জয়সলমেরে এই দুর্ঘটনা ঘটে ৷ তবে ওই এয়ারক্রাফ্টটিতে কোনও পাইলট ছিল না ৷ এটি রিমোটলি পাইলটেড এয়ারক্রাফ্ট ৷ কারও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷ অকুস্থলের দূরত্ব জয়সলমীর থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত ৷ খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছন বায়ুসেনার আধিকারিকরা ৷ বায়ুসেনার তরফে সোশাল মিডিয়ায় জানানো হয়েছে, […]
সমাজমাধ্যমে ভারত বিরোধী পোস্টে লাভ ইমোজি! শিলচর এনআইটি থেকে দেশে ফিরতে পাঠানো হল বাংলাদেশি পড়ুয়াকে
সমাজমাধ্যমে ভারত বিরোধী পোস্টে লাভ ইমোজি দিয়ে সমর্থন জানানোয় এনআইটি শিলচরের বাংলাদেশি পড়ুয়াকে দেশে ফেরত পাঠানো হল। মাইসা মেহজবিন নামে ওই পড়ুয়া আসামের শিলচরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের চতুর্থ সিমেস্টারের ছাত্র্রী। তিনি কলেজ থেকে পাস আউট করা তার এক সিনিয়র বাংলাদেশি ছাত্র শাহাদাত হোসেন আলফির সমাজমাধ্যমে করা একটি ভারত বিরোধী পোস্টে লাভ […]
কৃষকদের ‘খালিস্তানি’ বলার শাস্তি দিতেই বিমানবন্দরে কঙ্গনাকে কষিয়ে ‘চড়’ মারলেন মহিলা সিআইএসএফ জওয়ান
দিল্লি ঘেরাও করেছিলেন কৃষকরা। সেই কৃষকদের খালিস্তানি বলে তোপ দেগেছিলেন কঙ্গনা রানাওয়াত। কৃষকদের খালিস্তানি বলে দাগিয়ে দেওয়ার বিরুদ্ধে সজোরে জবাব দিলেন সিআইএসএফ কর্মী কুলবিন্দর কৌর। বৃহস্পতিবার সাংসদ হিসাবে প্রথমদিন দিল্লি যাচ্ছিলেন কঙ্গনা। সেই সময় চণ্ডীগড় এয়ারপোর্টে কুলবিন্দর কৌর নামে এক সিআইএসএফ জওয়ান কষিয়ে থাপ্পড় মারেন কঙ্গনাকে। জানা গিয়েছে, একুশ সালে মাসখানেক ধরে জারি থাকা দিল্লির […]