অবশেষে মুক্তি পেল বহু প্রতীক্ষিত ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’-র ট্রেলার৷ ভারতের স্বাধীনতা সংগ্রামে উত্তপ্ত বছরগুলির একটি দিক তুলে ধরা হয়েছে ‘হীরামান্ডি’ সিরিজে৷ সম্ভ্রান্ত গণিকারা যখন নিয়ন্ত্রক শক্তি ছিলেন, সেই সময়কে ফ্রেমবন্দি করা হয়েছে৷ নিজেদের রূপেগুণে তাবড় নবাবদের বশীভূত করেও ব্রিটিশ শক্তির অবদমনের শিকার হয়েছিলেন সেই গণিকারা৷ দীর্ঘ অবসর ভেঙে এই সিরিজের মাধ্যমেই অভিনয়ে ফিরেছেন ফারদীন খান, শেখর সুমন এবং মনীষা কৈরালা৷ তাঁদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দরি, রিচা চড্ডা, শরমিন সেহগল এবং সনজীদা শেখ৷ ফারদীন খান অভিনয় করছেন ওয়ালি মহম্মদের চরিত্রে৷ তাঁর অভিনীত চরিত্রে একবিন্দুতে এসে মিশবে মহত্ব, সম্ভ্রম এবং একতা৷ পর্দায় শেখর সুমন প্রাণবন্ত করে তুলবেন জুলফিকার আহমেদের চরিত্র৷ যাঁর মধ্যে মিলেমিশে একাকার হয়ে যাবে ক্ষমতা এবং পরিশীলতা৷ এই সিরিজে অভিনয় করছেন শেখর সুমনের ছেলে অধ্যয়নও৷ তাঁকে দেখা যাবে অনস্ক্রিন জোরাওয়ার আলি খানের চরিত্রে৷ সম্পদের উগ্র প্রকাশ নিয়ন্ত্রণ করে তাঁর আচরণ৷ আগামী ১ মে থেকে নেটফ্লিক্সে দেখা যাবে এই সিরিজ৷
Related Posts
প্রয়াত চলচ্চিত্রকার উৎপলেন্দু চক্রবর্তী
প্রয়াত হলেন রাষ্ট্রপতি পুরস্কার ও বঙ্গবিভূষণ পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্রকার উৎপলেন্দু চক্রবর্তী। আজ, মঙ্গলবার সন্ধে ৫:৫০ মিনিটে পরলোকগমণ করেছেন। রেখে গেলেন তাঁর দুই কন্যা– চিত্রাঙ্গদা এবং ঋতাভরী চক্রবর্তীকে। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন চিত্র পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী। তবে গত ৩-৪ দিন ধরে তাঁর স্বাস্থ্যের অনেকটাই অবনতি ঘটে। এদিন তাঁর রিজেন্ট পার্কের বাড়িতেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন উৎপলেন্দু। […]
স্বস্তিকা মুখার্জির ফেসবুক পেজে হ্যাকার হানা
হ্যাকারদের কবলে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জীর ফেসবুর পেজ। হ্যাক হওয়ার কথা জানিয়ে স্বস্তিকা ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তাঁর অনুগামীদের সতর্ক করে একটি পোস্ট করেন। যেখানে তিনি বলেছেন- ‘আমার ফেসবুক পেজ হ্যাক হয়েছে। আমার টিম সমস্যা সমাধানের জন্য কাজ করছে। যদি আপনি কোনও অবমাননাকর বা অশ্লীল পোস্ট দেখতে পান, দয়া করে এড়িয়ে যাবেন। জেনে নেবেন সেটি আমি নই’। View […]
ভিড়ের চাপে ভেঙে পড়ল দেব-এর ভোট প্রচার মঞ্চ
এখন নিত্যদিনই প্রচারের স্বার্থে ঘাটালেই পড়ে থাকতে হচ্ছে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবকে। বুধবারও ভোটপ্রচারের জন্য ঘাটালেই ছিলেন তিনি। প্রচার চলাকালীনই ঘটে বিপত্তি। জানা যাচ্ছে, ঘাটালে প্রতিদিনই দেবের প্রচারসভা ঘিরে ভিড় জমিয়েছিলেন অগণিত মানুষ। বুধবারও তেমনটাই ঘটেছিল। এদিন ভিড়ের চাপে ভেঙে পড়ে সেই মঞ্চ। জানা যাচ্ছে, ঘাটালের শ্যামসুন্দরপুর এলাকার ঘটনা। ভিড়ের জন্যই এটা হয়েছিল। […]