অবতরণের সময় ভেঙে পড়ল শিবসেনার উদ্ধব গোষ্ঠীর নেত্রী সুষমা আন্ধারে হেলিকপ্টারে

ভোটপ্রচারে যাওয়ার আগেই বিপত্তি। বড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন মহারাষ্ট্রের শিবসেনা উদ্ধব গোষ্ঠীর নেত্রী সুষমা আন্ধারে। শুক্রবার সকালে রায়গড়ে ভোটপ্রচারে যাওয়ার কথা ছিল সুষমার। সেই অনুযায়ী মাহাড়ে একটি হেলিপ্যাডও বানানো হয়। ওই হেলিপ্যাড থেকেই হেলিকপ্টারে চেপে জনসভায় যেতেন সুষমা। সেখানে নির্ধারিত সময়ে পৌঁছেও গিয়েছিলেন উদ্ধবসেনার এই নেত্রী। কিন্তু হেলিকপ্টারটি হেলিপ্যাডে নামার আগেই বেসামাল হয়ে পড়ে। আচমকাই সেটি মাটিতে আছড়ে পড়ে কয়েক বার পাল্টি খায়। এই দুর্ঘটনায় আহত হয়েছেন হেলিকপ্টারের পাইলট। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চোখের সামনে এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন সুষমা। যদিও তিনি পরে গাড়িতে করেই ভোটপ্রচারের জন্য রায়গড়ের উদ্দেশে রওনা হন।

error: Content is protected !!