ভোটপ্রচারে যাওয়ার আগেই বিপত্তি। বড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন মহারাষ্ট্রের শিবসেনা উদ্ধব গোষ্ঠীর নেত্রী সুষমা আন্ধারে। শুক্রবার সকালে রায়গড়ে ভোটপ্রচারে যাওয়ার কথা ছিল সুষমার। সেই অনুযায়ী মাহাড়ে একটি হেলিপ্যাডও বানানো হয়। ওই হেলিপ্যাড থেকেই হেলিকপ্টারে চেপে জনসভায় যেতেন সুষমা। সেখানে নির্ধারিত সময়ে পৌঁছেও গিয়েছিলেন উদ্ধবসেনার এই নেত্রী। কিন্তু হেলিকপ্টারটি হেলিপ্যাডে নামার আগেই বেসামাল হয়ে পড়ে। আচমকাই সেটি মাটিতে আছড়ে পড়ে কয়েক বার পাল্টি খায়। এই দুর্ঘটনায় আহত হয়েছেন হেলিকপ্টারের পাইলট। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চোখের সামনে এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন সুষমা। যদিও তিনি পরে গাড়িতে করেই ভোটপ্রচারের জন্য রায়গড়ের উদ্দেশে রওনা হন।
Related Posts
সিইউইটি-ইউজি’র ফল ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি
কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট (সিইউইটি)-ইউজি’র ফলাফল ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) ৷ ছাত্রছাত্রীরা এই official website- exams.nta.ac.in/CUET-UG/ তাঁদের রেজাল্ট দেখতে পারবেন ৷ অ্যাপ্লিকেশন নম্বর ও ডেট অফ বার্থ দিয়ে লগ-ইন করে ছাত্রছাত্রীরা তাঁদের রেজাল্ট দেখতে পারবেন ৷ এনটিএ গত ৭ জুলাই সিইউইটি-ইউজি ২০২৪-এর ‘প্রভিশনাল অ্যানসার কি’ প্রকাশ করেছিল ৷ ১০০০-এরও বেশি প্রার্থীর জন্য ফের পরীক্ষা নেওয়া […]
হরিয়ানায় গোরু পাচারকারী সন্দেহে দ্বাদশ শ্রেণির পড়ুয়াকে গুলি করে খুনের অভিযোগ গোরক্ষকদের বিরুদ্ধে
এবার গোরু পাচারকারী সন্দেহে এক দ্বাদশ শ্রেণির এক ছাত্রকে গুলি করে খুনের হত্যার অভিযোগ গোরক্ষকদের বিরুদ্ধে। ঘটনাস্থল সেই হরিয়ানা। ফরিদাবাদের এই ছাত্রকে গোরু পাচারকারী সন্দেহে ধাওয়া করে গোরক্ষররা। খুনের ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, মৃত ছাত্রের নাম আরিয়ান মিশ্র। গত ২৩ অগস্ট মধ্যরাতে তিনি তাঁর বন্ধু হর্ষিত এবং শ্যাঙ্কির সঙ্গে একটি […]
পাটনায় রোড-শো করলেন প্রধানমন্ত্রী মোদি
চলতি লোকসভা নির্বাচনের প্রচারে বিহারে একাধিকবার জনসভা করেছেন প্রধানমন্ত্রী। তবে রবিবার পাটনায় জীবনে প্রথমবার রোড শো করেন তিনি। সঙ্গে ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও। রোড শো চলাকালীনই একটি সর্বভারতীয় সংবাদসংস্থাকে সাক্ষাৎকার দেন মোদি। সেখানেই তিনি সাফ জানান, দেশবাসীর কাছে সুশাসনের মডেল তুলে ধরেছে বিজেপি। মোদি বলেন, “কীভাবে দেশ পরিচালনা করতে হবে, দেশবাসীর কাছে তার আদর্শ […]