ত্রিপুরায় ২৫ কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত, গ্রেফতার ২ যুবক

 ২৫ কোটি টাকার হেরোইন সহ আটক ত্রিপুরার সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার দুই যুবক। সোমবার রাতে উত্তর ত্রিপুরা জেলার দাম ছড়া থানা এলাকায় দুই যুবককে আটক করা হয়। একটি বিলাসবহুল গাড়িও বাজেয়াপ্ত করা হয়। ওই গাড়িতেই হেরোইন পাচার হচ্ছিল। উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানপদ চক্রবর্তী জানান, গোপন সূত্রে খবর পেয়ে চালানো হয় তল্লাশি অভিযান। জানা গেছে বাজেয়াপ্ত হওয়া হেরোইনের পরিমাণ প্রায় ২ কেজি ১৫০ গ্রাম। গাড়িতে থাকা দুই যুবক শহিদুল রহমান ও জসিমউদ্দিনকে আটক করা হয়েছে। তাদের বাড়ি ত্রিপুরার সোনামুড়া এলাকায়। পুলিশ এনডিপিএস আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। আটক দুই যুবককে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে হেরোইন কোথা থেকে আনা হয়েছে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। আর কারা এই পাচারের সঙ্গে যুক্ত তা জানার চেষ্টা চলছে। দু’‌জনকে মঙ্গলবার আদালতে তুলে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ। 

error: Content is protected !!