২৫ কোটি টাকার হেরোইন সহ আটক ত্রিপুরার সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার দুই যুবক। সোমবার রাতে উত্তর ত্রিপুরা জেলার দাম ছড়া থানা এলাকায় দুই যুবককে আটক করা হয়। একটি বিলাসবহুল গাড়িও বাজেয়াপ্ত করা হয়। ওই গাড়িতেই হেরোইন পাচার হচ্ছিল। উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানপদ চক্রবর্তী জানান, গোপন সূত্রে খবর পেয়ে চালানো হয় তল্লাশি অভিযান। জানা গেছে বাজেয়াপ্ত হওয়া হেরোইনের পরিমাণ প্রায় ২ কেজি ১৫০ গ্রাম। গাড়িতে থাকা দুই যুবক শহিদুল রহমান ও জসিমউদ্দিনকে আটক করা হয়েছে। তাদের বাড়ি ত্রিপুরার সোনামুড়া এলাকায়। পুলিশ এনডিপিএস আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। আটক দুই যুবককে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে হেরোইন কোথা থেকে আনা হয়েছে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। আর কারা এই পাচারের সঙ্গে যুক্ত তা জানার চেষ্টা চলছে। দু’জনকে মঙ্গলবার আদালতে তুলে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ।
Related Posts
বদ্রীনাথেও পরাজিত বিজেপি, উপনির্বাচনে ভালো ফল কংগ্রেসের
উত্তরাখণ্ডে ফের খুশির হাওয়া কংগ্রেস শিবিরে। উপনির্বাচনে ভালো ফল করল কংগ্রেস। অন্যদিকে উপনির্বাচনে বড় ধাক্কা খেলা গেরুয়া। শনিবার উপনির্বাচনের ফলাফলে দেখা গিয়েছে যে বদ্রীনাথ আসনে উপনির্বাচনে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী লাখপত সিং বুতোলা। আর মাঙ্গলাউর বিধানসভা আসনে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী কাজি নিজামুদ্দিন। বদ্রীনাথ আসনের লাখপত সিং বুতোলা এবার প্রথমবার লড়াইতে নেমেছিলেন। বিজেপির রাজেন্দ্র সিং […]
‘আই অ্যাম ব্যাক!’ জেল থেকে বেরিয়ে মন্তব্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের, শনিবার দুপুরে বড় ঘোষণা
অবশেষে জেল থেকে মুক্তি পেলেন অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার সুপ্রিম কোর্টের রায়ের কয়েকঘণ্টার মধ্যেই তিহাড় জেল থেকে বেরিয়ে এলেন দিল্লির মুখ্যমন্ত্রীর। জেল থেকে বেরিয়েই জনতার দরবারে দিল্লির মুখ্যমন্ত্রী। তাঁকে স্বাগত জানাতে উপচে পড়েছিল আপ কর্মী-সমর্থকদের ভিড়। সকলের মাঝে দাঁড়িয়ে অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘আমি আপনাদের সকলকে মন থেকে ধন্য়বাদ জানাচ্ছি। কোটি কোটি মানুষের ভালোবাসা পেয়েছি আমি। সুপ্রিম কোর্টের সমস্ত […]
জীবনবিমা-ওষুধের উপর GST প্রত্যাহারের দাবি, বক্তব্যের মাঝে মাইক বন্ধের অভিযোগে সংসদে ওয়াকআউট তৃণমূলের
জীবন বিমা এবং ওষুধের উপর GST বসানোর প্রতিবাদ জানিয়ে সংসদে সরব তৃণমূল কংগ্রেস। শুক্রবার তৃণমূলের সাংসদরা এই মর্মে সুর চড়ান। বক্তব্যের মাঝে মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ তোলেন সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। এরপরই লোকসভা থেকে ওয়াকআউট করেন করেন তৃণমূল সাংসদরা। সংসদ চত্বরের বাইরে এ দিন স্লোগান দিতে শোনা যায় সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, […]