প্রায় ৮ বছর! অবশেষে জট কাটল উচ্চ প্রাথমিক নিয়োগে! ১৪০৫২ পদে নিয়োগের অনুমতি দিল হাইকোর্ট। সঙ্গে নির্দেশ, যে ১,৪৬৩ জন মেধাতালিকা থেকে বাদ পড়েছিলেন, তাঁদের যুক্ত করে নতুন মেধাতালিকা প্রকাশ করতে হবে। সময়সীমা ৪ সপ্তাহ। পরের চার সপ্তাহে কাউন্সেলিং শেষ করে সুপারিশপত্র দিতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। ২০১৫ সাল থেকে হাইকোর্টের নির্দেশেই বারবার স্থগিত হয়ে গিয়েছে উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া। ২০২০ সালে আবার নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করে দিয়েছিল আদালত। গত বছর অর্থাত্ ২০২৩ সালে প্যানেল প্রকাশের অনুমতি দেয় হাইকোর্ট। তখন অবশ্য় ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, প্যানেল প্রকাশ করা যেতে পারে, তবে কাউকে নিয়োগের সুপারিশ করতে পারবে না এসএসসি। এরপর মামলাটি চলে যায় বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন। ১৮ জুলাই শুনানি শেষ হয়। আজ, বুধবার রায় ঘোষণা করা হল। উচ্চ প্রাথমিক নিয়োগে বেনিয়মের অভিযোগ তুলে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল হাইকোর্ট। অভিযোগ, ২০২৩ সালে শুধুমাত্র অনুমানের ভিত্তিতে মেধাতালিকা থেকে বাদ দেওয়া হয় ১,৪৬৩ জনকে। ফলে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাননি তাঁরা। আদালতে মামলাকারী জানিয়েছিলেন, কেন এমন সিদ্ধান্ত, তা চাকরিপ্রার্থীদের জানানো হয়নি। পরে চারবার বিষয়টি খতিয়ে দেখে এসএসসি। শেষে ইন্টারভিউ থেকে বাদ পড়েন ৭৪ জন। সে ক্ষেত্রেও সঠিক নিয়ম মানা হয়নি বলে অভিযোগ ওঠে।
Related Posts
রাজ্য সরকার ৯৯ শতাংশ দাবি মানলেও ২৪ ঘন্টা কেটে গেলেও এখনও পর্যন্ত কর্মবিরতি তোলার ঘোষণা করলেন না জুনিয়র চিকিৎসকরা!
রাজ্য সরকার ৯৯ শতাংশ দাবি মানলেও কর্মবিরতি তোলার ঘোষণা করলেন না জুনিয়র চিকিৎসকরা। বরং মানুষকে চরম ভোগান্তির মধ্যে ফেলে জানিয়ে দিলেন, সোমবারের বৈঠকে রাজ্য সরকারের দেওয়া আশ্বাস বাস্তবায়িত না হওয়া পর্যন্ত ধর্না-বিক্ষোভ চলবে। মঙ্গলে সুপ্রিম কোর্টের শুনানির পরে কর্মবিরতি প্রত্যাহার করা হবে কিনা, সেই সিদ্ধান্ত নেওয়া হবে। মূলত জুনিয়র চিকিৎসকদের এমন বাড়াবাড়িতে ক্ষুব্ধ রাজ্যের সিনিয়র […]
রাজভবনে শ্লীলতাহানি ইস্যুতে পুলিশি তদন্তে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল হাইকোর্ট
লোকসভা নির্বাচনের মাঝে রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনেরই অস্থায়ী মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে বঙ্গ রাজনীতি। মহিলার অভিযোগের ভিত্তিতে হেয়ার স্ট্রিট থানার পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে রাজভবনের কর্মীদের কয়েকজনকে চিহ্নিত করে। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। যদিও একাধিকবার তাঁরা সেই হাজিরা এড়িয়েছেন। কারণ, শ্লীলতাহানির অভিযোগ জানাজানি হতেই রাজভবনের কর্মীদের গতিবিধি নিয়ে কড়াকড়ি করা হয়। […]
রবিবারেই ১১০ থেকে ১২০ কিলোমিটার বেগে সুন্দরবনে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রিমাল!
বঙ্গোপসাগরে ক্রমাগত শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। এই মুহুর্তে অতি গভীর নিম্নচাপ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে দক্ষিণ প্রান্তে চেন্নাই উপকূলের প্রায় ২০০ কিলোমিটার দূরে জলের ওপর দিয়ে অত্যন্ত ধীর গতিতে প্রচুর শক্তি সঞ্চয় করতে করতে ক্রমশঃ উত্তর – উত্তর পূর্ব দিকে এগোচ্ছে। ইতিমধ্যেই শক্তি বৃদ্ধি করে এই সিস্টেম পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সুন্দরবন লাগোয়া এলাকার দিকে অভিমুখ দেখে এগোচ্ছে। […]