ষষ্ঠ দফার প্রথম থেকেই আসরে ঘাটাল প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় বাহিনী সাথে বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ! সকাল থেকেই এই বুথে ছাপ্পা দেওয়ার অভিযোগ ছিল বিজেপির পক্ষ থেকে। শাসক দল বিজেপির এজেন্টকে বসতে দেয়নি এমনই অভিযোগ করেন বিজেপির পোলিং এজেন্ট। তারপর সেখানে গিয়ে পৌঁছায় ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ। কেন্দ্রীয় বাহিনীর জোয়ানদের সাথে বচসায় জড়িয়ে পড়েন তিনি। এরপরই কেশপুরে প্রবল বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। তাঁর গাড়ির সামনে শুয়ে পড়লেন তৃণমূল কর্মীরা। কেউ তেড়ে গেলেন বাঁশ-লাঠি নিয়ে। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ। চন্দ্রকোনা মেদিনীপুর রাজ্য সড়কে। গো ব্যাক স্লোগান। গাড়ি ঘোরাচ্ছে হিরণ চট্টোপাধ্যায়। ষষ্ঠ দফায় ভোটগ্রহণের জন্য রাজ্যে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছেন নির্বাচন কমিশন। সবমিলিয়ে ৯১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে আটটি কেন্দ্রে। তার পরও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুললেন বিজেপি-র প্রার্থী হিরণ।হিরণ বলেন, ‘কেশপুরে বাড়িতে বাড়িতে ভাঙচুর করছে, কর্মীদের মারধর করেছে। পোলিং এজেন্টদের নিয়ে চলে গিয়েছে। আমি যতটা পারব সারাদিনে করব। গণতন্ত্রকে বাঁচাতে গেলে একাই লড়তে হবে। বাংলার মানুষ দেখুক। কলকাতায় এসি রুমে বসে যারা বড় বড় কথা বলেন তাঁরা এসে কেশপুরে দেখে যান।’ প্রথমবারের পর, ফের দ্বিতীয়বার বিক্ষোভের মুখে ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। হিরনের গাড়ি আটকে বিক্ষোভ উত্তেজনা। কেশপুরে, হিরনের গাড়ির সামনে খড় ফেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে। এই ঘটনায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর আগামী দু’ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করল।
Related Posts
মালদায় দুঃসাহসিক ডাকাতির পর পুলিশের সঙ্গে গুলির লড়াই শেষে গ্রেফতার ২
মালদায় গাজোলের সমবায় ব্যাঙ্কে ডাকাতি৷ সাত-আটজন দুষ্কৃতীর আগ্নেয়াস্ত্র, বোমা-গুলি নিয়ে ডাকাতির ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়৷ ডাকাতদের গুলিতে গুরুতর আহত হয়েছেন ওই ব্যাঙ্কের ক্যাশিয়ার৷ বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন৷ সেই ডাকাতদলকে পাকড়াও করতে গেলে ডাকাত দলের সদস্যদের সঙ্গে গুলির লড়াই হল পুলিশের৷ গ্রেফতার ২ জন৷ মালদা পুলিশ- ডাকাতদল গুলি বিনিময়। পুলিশের হাতে গ্রেফতার দুই ডাকাত। […]
দুর্গাপুর স্টিল প্ল্যান্টে বিষাক্ত গ্যাস লিক, অসুস্থ ৫ শ্রমিক
ফের দুর্ঘটনা দুর্গাপুর স্টিল প্ল্যান্টে। এবার বিষাক্ত গ্যাস লিকের জেরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হল ৫ শ্রমিককে। ঘটনাটি ঘটেছে, গতকাল রাতে। জানা গিয়েছে, আচমকাই প্ল্যান্টের একটি ব্লাস্ট ফারনেস থেকে বিষাক্ত গ্যাস নির্গত হতে থাকে। সেই সময় কারখানায় একাধিক শ্রমিক কর্মরত ছিলেন। গ্যাস বেরোচ্ছে বুঝতে পেরে অনেকে নিরাপদে সরে গেলেও কয়েকজন বিষাক্ত গ্যাসের কবলে পড়েন। […]
বিদ্যুৎ বিভ্রাটের জেরে উত্তপ্ত মালদার এনায়েতপুর, রিপোর্ট চেয়ে পাঠালো নবান্ন
বিদ্যুৎ বিভ্রাটের জেরে একটি সাধারণ প্রতিবাদ বিক্ষোভ রণক্ষেত্রের চেহারা নিল। উত্তেজনা মালদার মানিকচকের এনায়েতপুর। দফায় দফায় পুলিশের সঙ্গে প্রতিবাদীদের সংঘর্ষ। রাজ্য সড়ক অবরোধ তুলতে গেলেই প্রতিবাদীদের সমস্ত রাগ গিয়ে পড়ে পুলিশের ওপর।পুলিশকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। ইটের আঘাতে মালদার আইসি পার্থসারথী হালদারের মাথা ফেটেছে, আহত আরও তিনজন পুলিশ আধিকারিক।পাশাপাশি উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি চালানোর […]