দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি এবং কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ। ভোটমুখী ভারতে কেন্দ্রীয় এজেন্সির দুই পদক্ষেপ নিয়ে এবার পরোক্ষে উদ্বেগপ্রকাশ করল খোদ রাষ্ট্রসংঘ। তাদের বক্তব্য, “আমরা আশা রাখছি ভারতে সবার অধিকার সুরক্ষিত থাকবে।” দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারি নিয়ে আগেই মুখ খুলেছে জার্মানি এবং আমেরিকা। জার্মানির বক্তব্য ছিল, “যে কোনও অভিযুক্তের মতোই অরবিন্দ কেজরিওয়ালও ন্যায্য ও পক্ষপাতহীন বিচারের অধিকারী। কোনও বিধিনিষেধ ছাড়াই তিনি যেন সব ধরনের আইনি রাস্তায় যেতে পারেন। সেটাই আমাদের প্রত্যশা।” একই সুরে ভারতের অভ্যন্তরীণ ইস্যুতে উদ্বেগ প্রকাশ করে আমেরিকাও। মার্কিন বিদেশমন্ত্রক আবার বলে দেয়, কেজরিওয়ালের গ্রেফতারির বিষয়টি তাদের নজরাধীন রয়েছে। আপ সুপ্রিমোর বিচার যেন ন্যায়সঙ্গত, স্বচ্ছ ও সময়োপযোগী হয়। এবার খোদ রাষ্ট্রসংঘ খানিকটা জার্মানি এবং আমেরিকার সুরে দিল্লির উপর চাপ বাড়ানোর কৌশল নিল। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র স্টিফান ডুজারিচ বললেন,”আমরা ভীষণভাবে আশাবাদী যে ভারত বা যে যে দেশে নির্বাচন হচ্ছে, সেখানেই সবার অধিকার সুরক্ষিত থাকবে। এর মধ্যে যেমন রাজনৈতিক অধিকারের বিষয়টি রয়েছে, তেমনই রয়েছে সামাজিক অধিকার। আমরা চাই, সবাই যেন নির্ভয়ে সুষ্ঠুভাবে ভয়মুক্ত পরিবেশে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।”
Related Posts
লেবানন জুড়ে একের পর এক পেজার বিস্ফোরণ, মৃত ৮, আহত ২ হাজার ৭৫০
পর পর ফাটতে শুরু করল সাধারণ মানুষের কাছে থাকা একের পর এক পেজার হ্যান্ডসেটে৷ যার জেরে আহত হলেন ২৭৫০-র বেশি মানুষ৷ মৃত্যু হল অন্তত ৮ জনের৷ মঙ্গলবার এমনই রহস্যময় পেজার বিস্ফোরণের সাক্ষী থাকল গোটা লেবানন এবং সিরিয়ার একাংশ৷ এই বিস্ফোরণে মৃতদের মধ্যে রয়েছেন হিজবুল্লা জঙ্গি গোষ্ঠীর শীর্ষ নেতার এক ছেলে৷ এক হিজবুল্লা সদস্যের ১০ বছর […]
সেনাপ্রধানের আশ্বাসের পরেও হোটেলে আগুন লাগিয়ে দিল উন্মত্ত জনতা, জীবন্ত দগ্ধ বিদেশি সহ ২৪
সেনাপ্রধানের আশ্বাসের পরেও হিংসার আগুনে জ্বলছে বাংলাদেশ। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। বাংলাদেশ জুড়ে অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণের কোনও লক্ষণ নেই৷ বরং লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা৷ এরই মধ্যে বিক্ষোভকারীদের হামলায় মর্মান্তিক ঘটনা ঘটল বাংলাদেশের যশোর জেলায়৷ সোমবার বিকেল চারটে নাগাদ যশোরে আওয়ামি লিগের এক নেতার হোটেলে আগুন লাগিয়ে দেয় উন্মত্ত জনতা৷ অগ্নিকাণ্ডের জেরে হোটেলের ভিতরে আটকে গিয়ে […]
রাশিয়ার সেভাস্তোপলে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫
রাশিয়া অধিকৃত ক্রিমিয়ার সেভাস্তোপল শহরে আচমকা হামলা। আকাশ থেকে পড়া ধাতব বস্তুর আঘাতে ৩ শিশুসহ পাঁচ। আহত হয়েছেন শতাধিক। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ইউক্রেন থেকে হামলার সময় সৈকতে নামা পর্যটক ও বিভিন্ন দেশের বাসিন্দাদের ওপর ক্ষেপণাস্ত্রের টুকরো আঘাত হানলে হতাহতের এই ঘটনা ঘটে। সেভাস্তোপলের গভর্নর মিখাইল রাজভোজায়েভ ঘটনায় শোকপ্রকাশ করেছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, ইউক্রেন […]