ফ্রিজে গো-মাংস রাখার অভিযোগ। পুলিশের নির্দেশে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল ১১টি বাড়ি। ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের আদিবাসী অধ্যুষিত মান্দলায়। ১১ জন অভিযুক্তের মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি ১০ জন পলাতক। রাজ্যে বেআইনিভাবে গো-মাংস বিক্রি রুখতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ১১টি বাড়িই সরকারি জমির উপরে তৈরি ছিল। নইনপুরের ভাইওয়াহি এলাকারই এক স্থানীয়র থেকে অভিযোগ পেয়েই তল্লাশি অভিযান চালায় পুলিশ। অন্ততপক্ষে ১৫০টি গরু উদ্ধার করে সেখান থেকে। ১১ জন অভিযুক্তের বাড়ির ফ্রিজ থেকে গো-মাংস, ঘর থেকে গরুর চামড়া ও হাড় উদ্ধার করেছে পুলিশ। সেগুলো ডিএনএ পরীক্ষার জন্য হায়দরাবাদে পাঠানো হয়েছে। এরপরই প্রশাসনের নির্দেশে ১১ জনের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়। প্রসঙ্গত, ২০১২ সাল থেকে মধ্যপ্রদেশে গরু হত্যা আইনত নিষিদ্ধ। গরুর মাংস কেনা-বেচার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ ঘটনায় কেউ জড়িত থাকলে তার ৭ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
Related Posts
স্বস্তি পেলেন না কেজরিওয়াল, মুখ্যমন্ত্রীর গ্রেফতারি নিয়ে ইডিকে ২ সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে বলল সুপ্রিমকোর্ট
সুপ্রিম কোর্টে আপাতত স্বস্তি পেলেন না দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। আবগারি মামলায় ইডির গ্রেফতারি বেআইনি, এমন দাবি করে শীর্ষ আদালতে মামলা করেছিলেন আপ সুপ্রিমো। সোমবার সেই মামলা শুনানিতে কেজরিওয়ালের আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে রিপোর্ট তলব করল সুপ্রিম কোর্ট। আগামী ২৭ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। সে […]
কৃষকদের ‘খালিস্তানি’ বলার শাস্তি দিতেই বিমানবন্দরে কঙ্গনাকে কষিয়ে ‘চড়’ মারলেন মহিলা সিআইএসএফ জওয়ান
দিল্লি ঘেরাও করেছিলেন কৃষকরা। সেই কৃষকদের খালিস্তানি বলে তোপ দেগেছিলেন কঙ্গনা রানাওয়াত। কৃষকদের খালিস্তানি বলে দাগিয়ে দেওয়ার বিরুদ্ধে সজোরে জবাব দিলেন সিআইএসএফ কর্মী কুলবিন্দর কৌর। বৃহস্পতিবার সাংসদ হিসাবে প্রথমদিন দিল্লি যাচ্ছিলেন কঙ্গনা। সেই সময় চণ্ডীগড় এয়ারপোর্টে কুলবিন্দর কৌর নামে এক সিআইএসএফ জওয়ান কষিয়ে থাপ্পড় মারেন কঙ্গনাকে। জানা গিয়েছে, একুশ সালে মাসখানেক ধরে জারি থাকা দিল্লির […]
একটানা ভারী বৃষ্টির জেরে কেরলে ভয়াবহ ভূমিধস, মৃত ২৪, নিখোঁজ বহু
একটানা বর্ষণের জেরে কেরলের ভয়াবহ ভূমিধস নামে। ভয়াবহ ভূমিধসের জেরে মৃত্যু হয়েছে ২৪ জনের। এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে অনুমান। সেই সঙ্গে বহু মানুষ আটকে রয়েছেন ভূমিধ্বসের জেরে। ফলে একটানা বৃষ্টির জেরে দক্ষিণের এই রাজ্যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। ওয়েনাড়ের মেপ্পাডি, মুন্ডাক্কাই, চূরাল মালা জেলায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে কেরল নিয়ে আশঙ্কা ক্রমশ […]