ঝাড়খণ্ডে মন্ত্রীর আপ্ত সহায়কের পরিচালকের বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমানে নগদ

লোকসভা ভোটের মাঝে ফের বিপুল টাকা উদ্ধার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবারের ঘটনাস্থল ঝাড়খণ্ডের রাঁচি। সে রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রীর আপ্ত সহায়কের পরিচালকের বাড়ি থেকে প্রায় ২৫ কোটি টাকা উদ্ধার করেছে ইডি। গ্রেপ্তার করা হয়েছে সঞ্জীব লাল নামে ওই আপ্ত সহায়ককে। ঝাড়খণ্ডের ৯টি জায়গায় এদিন অভিযান চালায় তদন্তকারী দল। আর্থিক তছরূপ সংক্রান্ত মামলার তদন্তে নেমে ইডি এত অর্থ বাজেয়াপ্ত করল। জানা যাচ্ছে, ২০২৩ সালে ঝাড়খণ্ডের একটি মামলা শুরু হয়েছিল। গ্রামোন্নয়ন দপ্তরের অধীনে বেশ কয়েকটি প্রকল্পে টাকা নয়ছয় করার অভিযোগ ওঠে দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার বীরেন্দ্র কে রামের বিরুদ্ধে। সে বছরের ফেব্রুয়ারি মাসে তাঁকে গ্রেপ্তার করে মামলার তদন্ত শুরু করে ইডি । তাঁর সূত্র ধরেই ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী আলমগির আলমের আপ্ত সহায়ক সঞ্জীব লালের খোঁজ মেলে। তদন্তকারীরা জানতে পারেন, আর্থিক তছরূপের পিছনে রয়েছে সঞ্জীব লালও। আর তার পরই তাঁর ডেরায় অভিযান চালায় ইডির একটি দল। রাশি রাশি টাকা উদ্ধার হয়েছে। ইডি সূত্রে খবর, সেই টাকার পরিমাণ এখনও পর্যন্ত ২০ কোটি। 

error: Content is protected !!