প্রধানমন্ত্রী মোদির সভার পরেই খড়গপুরে ৩৫ লক্ষ টাকা সহ আটক বিজেপি নেতা

ভোটের মুখে লাখ লাখ টাকা উদ্ধার খড়গপুরে। খড়গপুরের একটি অভিজাত হোটেল থেকে উদ্ধার প্রায় ৩৫ লাখ টাকা। ওই হোটেলে এক বিজেপি নেতার কাছ থেকে এই টাকা উদ্ধার করা হয়েছে। প্রধানমন্ত্রীর সভার পরেই এই টাকা উদ্ধারের ঘটনা। ঘটনায় সরব তৃণমূল কংগ্রেস। এমনকি, ওই নেতাকে প্রধানমন্ত্রীর সভামঞ্চে দেখা গিয়েছে বলেও দাবি তৃণমূলের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা করে যাওয়ার কিছুক্ষণ পরেই তল্লাশি চালিয়ে লাখ লাখ টাকা উদ্ধার করল পুলিশ। ঘটনা খড়্গপুর শহরে। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে খড়্গপুরের এক হোটেলে পুলিশ তল্লাশি চালিয়ে উদ্ধার করল লাখ লাখ টাকা। এই ঘটনায় সমিত মণ্ডল নামে এক বিজেপি নেতাকে আটক করা হয়েছে। কোথা থেকে এল এত টাকা, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আটক বিজেপি নেতাকে।

error: Content is protected !!