হরিয়ানার পানিপথের ২৯ নম্বর সেক্টরে অবস্থিত একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ঘটনাস্থলে দমকল বাহিনীর একাধিক গাড়ি উপস্থিত রয়েছে। এদিকে, পুলিশও তদন্তের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে।বুধবার ২৯ নম্বর পার্ট-২ নম্বর সেক্টরে অবস্থিত একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কর্মীরা আগুনের খবর ফায়ার সার্ভিসকে জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন এখনও নিয়ন্ত্রণের বাইরে এবং দমকলকর্মীরা তা নেভানোর চেষ্টা করছেন। দমকল কর্মকর্তা গুরমেল জানান, আদর্শ টেক্সটাইল কারখানায় আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। পানিপথ ছাড়াও সোনিপত ও কর্নাল থেকেও গাড়ি ডাকা হয়েছে। শিগগিরই আগুন নিয়ন্ত্রণে আনা হবে।
Related Posts
সিকিমের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার তিস্তার জলে, তদন্তে পুলিশ
একসপ্তাহের বেশি সময় ধরে নিখোঁজ ছিলেন তিনি। কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। অবশেষে ৯ দিনের মাথায় তাঁর দেহ মিলল। বাংলার শিলিগুড়ি থেকে তাঁর দেহ মিলল। আর তারপরই আলোড়ন পড়ে গিয়েছে তিস্তা নদী সংলগ্ন খাল এলাকায়। হ্যাঁ, তিনি সিকিমের প্রাক্তন শিক্ষামন্ত্রী আরসি পৌড়িয়াল। আজ, বুধবার পুলিশ সূত্রে এই খবর মিলেছে। ফুলবাড়ির তিস্তা খালে তাঁর দেহ […]
তামিলনাড়ুতে বিষমদ কাণ্ডে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৫, চিকিৎসাধীন অন্তত ৬০
বিষমদ কাণ্ডে তামিলনাড়ুতে মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৩৫ ৷ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন ৬০ জনেরও বেশি ৷ পুলিশ জানিয়েছে, বিষমদ পানে হতাহতদের মধ্যে অধিকাংশই দিনমজুর ৷ মঙ্গলবার রাতে কাল্লাকুরুচি শহরের করুণাপুরম এলাকায় বেআইনি মদ বিক্রেতাদের থেকে প্যাকেটজাত ওই বিষমদ পান করে সকলে ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ এরপর বাড়ি ফিরে […]
হাসপাতালে ভর্তি প্রবীণ বিজেপি নেতা উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী
অসুস্থ প্রবীণ বিজেপি নেতা এবং দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী ৷ বুধবার রাতেই দিল্লির এইমসে ভর্তি করানো হয়েছে তাঁকে ৷ হাসপাতাল সূত্রে খবর, বয়সজনিত সমস্যা নিয়েই ভুগছেন ৯৬ বছর বয়সী আডবাণী ৷ যদিও ঠিক কী সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে তা এখনও জানা যায়নি। হাসপাতালের পক্ষ থেকে তাঁর অসুস্থতা সম্পর্কে বিশেষ কোনও তথ্য জানানো […]