হরিয়ানায় কাপড়ের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে উপস্থিত দমকলের ১৫টি গাড়ি

হরিয়ানার পানিপথের ২৯ নম্বর সেক্টরে অবস্থিত একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ঘটনাস্থলে দমকল বাহিনীর একাধিক গাড়ি উপস্থিত রয়েছে। এদিকে, পুলিশও তদন্তের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে।বুধবার ২৯ নম্বর পার্ট-২ নম্বর সেক্টরে অবস্থিত একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কর্মীরা আগুনের খবর ফায়ার সার্ভিসকে জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন এখনও নিয়ন্ত্রণের বাইরে এবং দমকলকর্মীরা তা নেভানোর চেষ্টা করছেন। দমকল কর্মকর্তা গুরমেল জানান, আদর্শ টেক্সটাইল কারখানায় আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। পানিপথ ছাড়াও সোনিপত ও কর্নাল থেকেও গাড়ি ডাকা হয়েছে। শিগগিরই আগুন নিয়ন্ত্রণে আনা হবে।

error: Content is protected !!