লখনউ সুপার জায়ান্টস: ১৬৫/৮ (বাদোনি ৫৫, পুরান ৪৮, ভুবনেশ্বর ২/১২)
সানরাইজার্স হায়দরাবাদ: ১৬৭/০ (হেড ৮৯, অভিষেক ৭৫),
১০ উইকেটে জয়ী হায়দরাবাদ।
হায়দরাবাদের কাছে কার্যত উড়ে গেল লখনউ। এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন লখনউ অধিনায়ক রাহুল। কিন্তু শুরু থেকেই ধুঁকতে থাকে দলের ইনিংস। কুইন্টন ডি’কক, মার্কাস স্টয়নিস দ্রুত আউট হয়ে যান। পরের দিক আয়ুষ বাদোনির হাফসেঞ্চুরি ও নিকোলাস পুরানের দাপটে কোনওমতে ১৬৫ রান তোলে লখনউ। চার ওভারে মাত্র ১২ রান দিয়ে দুই উইকেট তুলে নেন ভুবনেশ্বর কুমার। ১৬৬ রানের টার্গেট কার্যত ছেলেখেলা করে তুলে ফেলে হায়দরাবাদ। পাওয়ার প্লের মধ্যেই একশো রানের গণ্ডি পেরয় তারা। লখনউ বোলিংকে তুলোধনা করে মাত্র ১০ ওভারেই ম্যাচ শেষ করে ফেলেন অভিষেক শর্মা ও ট্র্যাভিস হেড। একটাও উইকেট ফেলতে পারেননি লখনউয়ের বোলাররা। একপেশে ম্যাচ জিতে প্লে অফে খেলার আরও জোরদার দাবি তুলে দিল সানরাইজার্স।