সিকিমে আটকে প্রায় ১৫০০ পর্যটক, উদ্ধারে চিনুক হেলিকপ্টার পাঠাচ্ছে বায়ুসেনা

লাচেন এবং চুংথাংয়ে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে এবার প্রস্তুতি শুরু করল ভারতীয় বায়ুসেনা। শনিবার সকালে সিকিম সরকারের তরফে ভারতীয় বায়ুসেনাকে আবেদন করা হয় যাতে লাচেন এবং চুংথাং-সহ বিভিন্ন জায়গায় আটকে থাকা পর্যটকদের এয়ারকাফট করে উদ্ধার করা হয়। আর সিকিম সরকারের তরফে ওই আবেদন পেতেই তৎপর ভারতীয় সেনা এবং বায়ুসেনা। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং শনিবার নামচি জেলার ভূমিধসে ক্ষতিগ্রস্ত মাজুয়া গ্রাম পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেছেন ৷ জানা গিয়েছে, শিলংয়ে থাকা বায়ুসেনার ইস্টার্ন কমান্ডের তরফে ওই বিষয়ে কলকাতায় থাকা বায়ুসেনার অ্যাডভ্যান্স হেডকোয়ার্টারের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। ভারতীয় বায়ুসেনার বাগডোগরা, গুয়াহাটি ও তেজপুর বায়ুসেনা ছাউনি থেকে রেসকিউ হেলিকপ্টার প্রস্তুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। অতিরিক্ত হিসেবে তেজপুর ও জোরহাট বায়ুসেনাকেও ব্যবহার করা হতে পারে বলে জানা গিয়েছে। উদ্ধারের ক্ষেত্রে এমআই-17ভি-ফাইভ, (MI-17V-5), চিনুক, এলএইচ (LH) হেলিকপ্টার প্রস্তুত রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।

error: Content is protected !!