লাচেন এবং চুংথাংয়ে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে এবার প্রস্তুতি শুরু করল ভারতীয় বায়ুসেনা। শনিবার সকালে সিকিম সরকারের তরফে ভারতীয় বায়ুসেনাকে আবেদন করা হয় যাতে লাচেন এবং চুংথাং-সহ বিভিন্ন জায়গায় আটকে থাকা পর্যটকদের এয়ারকাফট করে উদ্ধার করা হয়। আর সিকিম সরকারের তরফে ওই আবেদন পেতেই তৎপর ভারতীয় সেনা এবং বায়ুসেনা। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং শনিবার নামচি জেলার ভূমিধসে ক্ষতিগ্রস্ত মাজুয়া গ্রাম পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেছেন ৷ জানা গিয়েছে, শিলংয়ে থাকা বায়ুসেনার ইস্টার্ন কমান্ডের তরফে ওই বিষয়ে কলকাতায় থাকা বায়ুসেনার অ্যাডভ্যান্স হেডকোয়ার্টারের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। ভারতীয় বায়ুসেনার বাগডোগরা, গুয়াহাটি ও তেজপুর বায়ুসেনা ছাউনি থেকে রেসকিউ হেলিকপ্টার প্রস্তুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। অতিরিক্ত হিসেবে তেজপুর ও জোরহাট বায়ুসেনাকেও ব্যবহার করা হতে পারে বলে জানা গিয়েছে। উদ্ধারের ক্ষেত্রে এমআই-17ভি-ফাইভ, (MI-17V-5), চিনুক, এলএইচ (LH) হেলিকপ্টার প্রস্তুত রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।
Related Posts
হাইকোর্টের রায়ে সুপ্রিম স্থগিতাদেশ, আপাতত চাকরি বহাল ২৬ হাজার শিক্ষকের, জুলাই মাসে চূড়ান্ত শুনানি
২৬ হাজার স্কুল শিক্ষকের চাকরি বাতিলের যে নির্দেশ কলকাতা হাইকোর্ট গত ২২ এপ্রিল দিয়েছিল, তার উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট৷ যার অর্থ, আপাতত প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বহাল থাকছে৷ তবে বেশ কয়েকটি শর্ত দিয়েছে শীর্ষ আদালত৷ সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, যাঁদের চাকরি বাতিল হয়েছিল সেই শিক্ষকদের মুচলেকা দিয়ে জানাতে হবে ভবিষ্যতে অযোগ্য […]
জম্মু-কাশ্মীরের ডোডায় ২০০ ফুট গভীর খাদে পড়ল বাস, মৃত ২, আহত ২৫
জম্মু-কাশ্মীরের ডোডা জেলায় ভয়াবহ বাস দুর্ঘটনা। রাস্তা থেকে ছিটকে গিয়ে খাদে পড়ল যাত্রী বোঝাই বাস। অন্ততপক্ষে দুইজনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। জানা গিয়েছে, রাস্তা থেকে ছিটকে গিয়ে প্রায় ২০০ ফুট গভীর খাদে গিয়ে পড়ে।প্রাথমিকভাবে স্থানীয়দের সহায়তায় শুরু হয় উদ্ধার কাজ। এরপর আসে উদ্ধারকারী দল। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা […]
‘বারবার পাল্টি খাওয়া চলবে না’, নিট মামলায় NTA-কে তীব্র ভর্ৎসনা সুপ্রিমকোর্টের
নিট পরীক্ষার প্রশ্নফাঁস বিতর্ক অব্যাহত। কেন এই পরীক্ষা বাতিল করা হল না? শুক্রবার এই প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা দিল সুপ্রিম কোর্ট। দেশের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ এ দিন জানায়, কোনও পদ্ধতিগত ত্রুটির কারণে পরীক্ষা বাতিল না করার সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে ঘন ঘন অবস্থান বদল বন্ধ করা উচিত ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA)। এবার থেকে NTA-র যাবতীয় […]