ভারতের প্রাচীনতম প্রযুক্তিবিদ্যার প্রতিষ্ঠান খড়গপুর আইআইটি। খড়গপুর আইআইটি সুদীর্ঘ ৭৩ বছরের ইতিহাসে এই প্রথম ডেপুটি ডিরেক্টর মতো গুরুত্বপূর্ণ পদে একজন মহিলার অভিষেক হতে চলেছে । আইআইটি খড়গপুরের নতুন ডেপুটি ডিরেক্টর হলেন রিন্টু বন্দ্যোপাধ্যায়। তিনি শুধু আইআইটি খড়গপুরেরই নন, সারা দেশে এমনকী বিশ্বের আইআইটিগুলির মধ্যে তিনিই প্রথম মহিলা যিনি এই ধরনের প্রতিষ্ঠানে ডেপুটি ডিরেক্টরের দায়িত্ব পেলেন। আইআইটি খড়গপুরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে রিন্টু বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি ডিরেক্টর নিয়োগ করার কথা ঘোষণা করা হয়েছে। অধ্যাপক রিন্টু বন্দ্যোপাধ্যায় হলেন পিকে সিনহা সেন্টার ফর বায়ো এনার্জি অ্যান্ড রিনিউএবলের চেয়ারপার্সন এবং প্রতিষ্ঠাতা প্রধান। পাশাপাশি, তিনি প্রায় ৩ বছর ধরে গ্রামীণ উন্নয়ন, উদ্ভাবনী ও টেকসই প্রযুক্তি কেন্দ্রের প্রধান। এছাড়াও আইআইটি খড়গপুরের কৃষি ও খাদ্য প্রকৌশল বিভাগের প্রধান হিসেবেও কাজ করেছেন।
Related Posts
ফের বাণিজ্য শুরু হল ভারত- বাংলাদেশের মধ্যে একাধিক স্থলবন্দরে
আন্দোলনে জেরে সোমবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন হয়েছে। তারপর থেকেই ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য পুরোপুরি বন্ধ ছিল। তবে বুধবার থেকে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি স্থলবন্দরে আংশিকভাবে বাণিজ্য শুরু হয়েছে। হিলি, চ্যাংরাবান্ধা, মাহাদিপুর, ফুলবাড়ি এবং গোজাডাঙ্গা স্থলবন্দরে পচনশীল পণ্যের বাণিজ্য পুনরায় শুরু হয়েছে। উত্তর ২৪ পরগণা জেলার দক্ষিণ এশিয়ার বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোলে বৃহস্পতিবার […]
বিহারে বুলডোজারের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, মৃত ৭
বুলডোজারের সঙ্গে অটোরিকশার ধাক্কায় মৃত্যু হয়েছে সাত ব্যক্তির। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বিহারের পাটনা এলাকায়। পাটনার কাঁকরবাগ এলাকায় কাজ চলছিল মেট্রো প্রকল্পের। জানা গিয়েছে, সেখানেই ভয়ঙ্কর এই দুর্ঘটনাটি ঘটে। বুলডোজারের সঙ্গে ধাক্কা খেয়ে একাধিকবার উল্টে যায় অটোটি। দুর্ঘটনার ফলে নিহত হন ৭ ব্যাক্তি। ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্থানীয় এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উধমপুরের পাওয়ার গ্রিড স্টেশনে ভয়াবহ আগুন
সাতসকালে উধমপুরের পাওয়ার গ্রিড স্টেশন ভয়াবহ আগুন লাগে। ঘটনাটি ঘটেছে উধমপুর জেলার বাত্তাল বাল্লিয়ান শিল্প এলাকায়। আগুন দেখে ঘটনাস্থলে দমকল বাহিনীকে ডাকা হয়। দমকলের গাড়ি এসে আপাতত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। যদিও এখনও নিয়ন্ত্রণে আসেনি। তবে কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। অন্যদিকে, এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।