মহারাষ্ট্রে বৃষ্টির জেরে ভূমিধসে মৃত্যু ২ জন

বর্ষার কারণে গত ২৪ ঘণ্টায় গোয়া-মহারাষ্ট্রে ভারী বৃষ্টি হয়েছে। প্রবল বৃষ্টির কারণে মহারাষ্ট্রের থানে জেলার কল্যাণ-আহমেদনগর মহাসড়কের মালশেজ ঘাটে ভূমিধস হয়েছে। এতে পাহাড় থেকে একটি বড় পাথর অটোরিকশার ওপর পড়ে। দুর্ঘটনায় চাচা-ভাতিজা মারা যান। নিহতদের নাম রাহুল বাবন ভালেরাও (৩০) ও শচীন ভালেরাও (৭)। আজ দেশের ১২টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, কেরালা, কর্ণাটক এবং তেলেঙ্গানা। প্রত্যাশিত সময়ের ৪ দিন আগেই গুজরাটে পৌঁছেছে বর্ষাও। আজ রাজ্যের প্রতিটি জেলায় বৃষ্টি হতে পারে। এছাড়াও মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তর ভারতের অনেক রাজ্যে তীব্র তাপদাহ চলছে। উত্তরপ্রদেশ, বিহার ও ঝাড়খণ্ডে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। একই সঙ্গে উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, ওড়িশা, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, মধ্যপ্রদেশ ও রাজস্থানেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার, 11 জুন, এই রাজ্যগুলির অনেক শহরে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে রেকর্ড করা হয়েছিল। উত্তরপ্রদেশের প্রয়াগরাজ টানা দ্বিতীয় দিনে দেশের মধ্যে সবচেয়ে উষ্ণ ছিল। এখানে তাপমাত্রা 47 ডিগ্রির উপরে রেকর্ড করা হয়েছিল। 10 জুন, এখানে তাপমাত্রা ছিল 46.3°। বিহার ও ঝাড়খণ্ডে গরমের কারণে 15 জুন পর্যন্ত স্কুল বন্ধ রাখা হয়েছে।

error: Content is protected !!