বর্ষার কারণে গত ২৪ ঘণ্টায় গোয়া-মহারাষ্ট্রে ভারী বৃষ্টি হয়েছে। প্রবল বৃষ্টির কারণে মহারাষ্ট্রের থানে জেলার কল্যাণ-আহমেদনগর মহাসড়কের মালশেজ ঘাটে ভূমিধস হয়েছে। এতে পাহাড় থেকে একটি বড় পাথর অটোরিকশার ওপর পড়ে। দুর্ঘটনায় চাচা-ভাতিজা মারা যান। নিহতদের নাম রাহুল বাবন ভালেরাও (৩০) ও শচীন ভালেরাও (৭)। আজ দেশের ১২টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, কেরালা, কর্ণাটক এবং তেলেঙ্গানা। প্রত্যাশিত সময়ের ৪ দিন আগেই গুজরাটে পৌঁছেছে বর্ষাও। আজ রাজ্যের প্রতিটি জেলায় বৃষ্টি হতে পারে। এছাড়াও মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তর ভারতের অনেক রাজ্যে তীব্র তাপদাহ চলছে। উত্তরপ্রদেশ, বিহার ও ঝাড়খণ্ডে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। একই সঙ্গে উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, ওড়িশা, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, মধ্যপ্রদেশ ও রাজস্থানেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার, 11 জুন, এই রাজ্যগুলির অনেক শহরে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে রেকর্ড করা হয়েছিল। উত্তরপ্রদেশের প্রয়াগরাজ টানা দ্বিতীয় দিনে দেশের মধ্যে সবচেয়ে উষ্ণ ছিল। এখানে তাপমাত্রা 47 ডিগ্রির উপরে রেকর্ড করা হয়েছিল। 10 জুন, এখানে তাপমাত্রা ছিল 46.3°। বিহার ও ঝাড়খণ্ডে গরমের কারণে 15 জুন পর্যন্ত স্কুল বন্ধ রাখা হয়েছে।
Related Posts
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির
সোমবার নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে রাঙাপানি ও চাটারহাট স্টেশনের মাঝে নিজবাড়িতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। এদিন সকালে শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে একটি মালগাড়ি। এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত অন্তত ৩০। ক্রমশ বাড়ছে হতাহতের সংখ্যা। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিন শোকপ্রকাশ করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক্স […]
কারচুপি ঠেকাতে কড়া দাওয়াই! ভোটোর হার প্রকাশে নির্বাচন কমিশনকে সময়সীমা বেঁধে দিল সুপ্রিমকোর্ট
লোকসভার দ্বিতীয় দফার ভোটদানের চার দিন পর ভোট পড়ার চূড়ান্ত পরিসংখ্যান প্রকাশ করে নির্বাচন কমিশন। এনিয়ে একযোগ সরব হয়েছিল বিরোধীরা। শুধু তাই নয় অসম্পূর্ণ পরিসংখ্যান প্রকাশের অভিযোগও তোলা হয়। শুধু তাই নয়, আরও অভিযোগ করা হয়, ভোটদানের দিনের পরিস্যাংন ও চূড়ান্ত পরিসংখ্যানের মধ্যে ৬ শতাংশ ফারাক কেন তা নিয়েও প্রশ্ন তুলে দেওয়া হয়। এনিয় মামলা […]
একাধিক রাজ্যে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি
আগামী এক সপ্তাহ বহু এলাকায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে মৌসম ভবন। হাওয়া অফিস সূত্রে খবর, এপ্রিল থেকে জুন পর্যন্ত দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। দেশের মধ্য এবং পশ্চিমের রাজ্যগুলিতে এর প্রভাব সবচেয়ে বেশি থাকবে। ৬ এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া,পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। দক্ষিণবঙ্গের […]