উত্তরপ্রদেশ স্কুলের ঝুল বারান্দা ভেঙে আহত হল ৪০ জন পড়ুয়া। তাদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বারাবাঁকি এলাকার একটি স্কুলে। পুলিশ সূত্রে খবর, সকালে প্রার্থনার জন্য ঝুল বারান্দায় জড়ো হয়েছিল পড়ুয়ারা। সেই সময় আচমকাই ভেঙে পড়ে পড়ে ঝুল বারান্দাটি। অনেকেই সেই পড়ে গিয়ে কংক্রিটের নীচে চাপা পড়ে যায়। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শিক্ষকরা ও পড়ুয়াই উদ্ধারকাজে হাত লাগান। বারান্দা ভেঙে পড়ার শুনে স্কুলে ছুটে আসেন আশেপাশের মানুষ। তাঁরাও উদ্ধারকাজ শুরু করেন। বারাবাঁকির পুলিশ সুপার দীনেশ সিংহ জানিয়েছেন, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ঝুলবারান্দার কাঠামো দুর্বল ছিল। ভার বহন করতে না পেরে এই দুর্ঘটনা ঘটেছে। বেশ কয়েকজন পড়ুয়ার জখম হয়েছে। তাদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী এক পড়ুয়া জানিয়েছে, প্রতি দিনই প্রার্থনার জন্য ওই ঝুলবারান্দায় পড়ুয়াদের জড়ো হতে হয়। তার নীচে নেমে এসে প্রার্থনা চলে। বৃহস্পতিবার ৪০ জন পড়ুয়া ওই বারান্দায় দাঁড়িয়েছিল। তখন আচমকা এই দুর্ঘটনা ঘটে।
Related Posts
🔴LIVE: বাজেট ২০২৪
সকাল ১১টা নাগাদ বাজেট বক্তৃতা শুরু। নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটাই তাঁর সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। চলতি বছরের লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। ফলে কেন্দ্রে তৈরি হয়েছে এনডিএ জোটের সরকার। বিশেষজ্ঞদের একাংশের অনুমান, এর ফলে এবারের বাজেটে একাধিক চমক দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে।
ঘূর্ণিঝড় রিমলের প্রভাবে ভারী বৃষ্টি-ভূমিধস, উত্তর-পূর্ব ভারতে প্রাণ গেল ৩৬ জনের
ঘূর্ণিঝড় রিমলের প্রভাবে বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি। অতি প্রবল বৃষ্টি ও ভূমিধসে আট রাজ্যে প্রাণ হারিয়েছেন ৩৬ জন ৷ ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত সড়ক ও রেল পরিষেবা ৷ মিজোরামে প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন ২৭ জন ৷ এর মধ্যে খনিতে ধস নেমে মিজোরামের রাজধানী আইজলে প্রাণ হারিয়েছেন ২১ জন, নিখোঁজ আরও ১০ জন ৷ নাগাল্যান্ডে মারা গিয়েছেন ৪ […]
শিশু নির্যাতনে প্রথম তিনে সবকটি বিজেপি শাসিত রাজ্য, কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের উল্লিখিত পরিসংখ্যানে রীতিমতো বিপাকে গেরুয়া শিবির
আর জি কর কাণ্ডের প্রেক্ষিতে উত্তাল সারা রাজ্য। কিন্তু কেন্দ্রের দ্বিতীয় মোদি সরকারের জমানায় বিজেপি শাসিত রাজ্যগুলিতেই সুরক্ষিত ছিল না শিশুরা? কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান বলছে, ২০১৯ থেকে ২০২২-এই চার বছরে পকসো আইনের ধারায় সবথেকে বেশি মামলা রুজুর সংখ্যায় দেশের মধ্যে একেবারে প্রথম তিনে রয়েছে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ। অর্থাৎ, প্রতিটিই ‘ডাবল ইঞ্জিন’ সরকারের রাজ্য। পাশাপাশি […]