উত্তরপ্রদেশে স্কুলের ঝুল বারান্দা ভেঙে আহত ৪০ পড়ুয়া

 উত্তরপ্রদেশ স্কুলের ঝুল বারান্দা ভেঙে আহত হল ৪০ জন পড়ুয়া। তাদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বারাবাঁকি এলাকার একটি স্কুলে। পুলিশ সূত্রে খবর, সকালে প্রার্থনার জন্য ঝুল বারান্দায় জড়ো হয়েছিল পড়ুয়ারা। সেই সময় আচমকাই ভেঙে পড়ে পড়ে ঝুল বারান্দাটি। অনেকেই সেই পড়ে গিয়ে কংক্রিটের নীচে চাপা পড়ে যায়। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শিক্ষকরা ও পড়ুয়াই উদ্ধারকাজে হাত লাগান। বারান্দা ভেঙে পড়ার শুনে স্কুলে ছুটে আসেন আশেপাশের মানুষ। তাঁরাও উদ্ধারকাজ শুরু করেন। বারাবাঁকির পুলিশ সুপার দীনেশ সিংহ জানিয়েছেন, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ঝুলবারান্দার কাঠামো দুর্বল ছিল। ভার বহন করতে না পেরে এই দুর্ঘটনা ঘটেছে। বেশ কয়েকজন পড়ুয়ার জখম হয়েছে। তাদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী এক পড়ুয়া জানিয়েছে, প্রতি দিনই প্রার্থনার জন্য ওই ঝুলবারান্দায় পড়ুয়াদের জড়ো হতে হয়। তার নীচে নেমে এসে প্রার্থনা চলে। বৃহস্পতিবার ৪০ জন পড়ুয়া ওই বারান্দায় দাঁড়িয়েছিল। তখন আচমকা এই দুর্ঘটনা ঘটে।

error: Content is protected !!