ভোটের মুখে ফের ফের সক্রিয় কেন্দ্রীয় সংস্থা। হেলিকপ্টারের ট্রায়াল রান চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টার থামিয়ে তল্লাশি চালালেন আয়কর দপ্তরের আধিকারিকরা। বেহালার ফ্লাইং ক্লাবে ট্রায়াল রানের সময় আচমকাই তা থামিয়ে আয়কর দপ্তরের আধিকারিকরা তল্লাশি চালান বলে অভিযোগ। অভিষেকের নিরাপত্তা রক্ষীদের সঙ্গেও বাকবিতন্ডা হয় কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের। এনিয়ে সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, কপ্টারে কিছু পাওয়া যায়নি। পাশাপাশি তাঁর অভিযোগ, এনআইএ-র ডিজি ও এসপি-কে বদলের যে দাবি ছিল তৃণমূলের, তার পালটা হিসেবে তাঁর কপ্টার তল্লাশিতে কাজে লাগানো হচ্ছে কেন্দ্রীয় সংস্থাকে। পয়লা বৈশাখের বিকেলে আয়কর দপ্তরের এহেন কাণ্ডে স্বভাবতই তোলপাড় পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। কেন্দ্রীয় এজেন্সির এহেন অতিসক্রিয়তার বিরুদ্ধে বিজেপি বিরোধী তোপ দেগেছেন তৃণমূল।আগামীকাল নির্বাচনী প্রচারে পূর্ব মেদিনীপুর যাওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তমলুকে দলীয় প্রার্থীর হয়ে তাঁর প্রচার করার কথা। সেই কারণেই রবিবার কপ্টারের ট্রায়াল রান চলছিল। তৃণমূল নেতা কুণাল ঘোষের অভিযোগ, অভিষেকের সেই কপ্টার থামিয়ে আয়কর দপ্তরের আধিকারিকরা কপ্টারে ওঠেন। প্রতি ব্যাগ খুলে খুলে তন্নতন্ন করে তল্লাশি চালান। কিন্তু কিছুই পাওয়া যায়নি। এই সময়ে অভিষেকের নিরাপত্তারক্ষীদের সঙ্গে বাকবিতন্ডা হয়। তাঁরা কোনও প্রশ্ন করলে বলা হয়েছে, কপ্টার আটকে রাখা হবে, দেরি করানো হবে। দীর্ঘক্ষণ ধরে কপ্টারটি উড়তে দেওয়া হয়নি। কিন্তু কিছু না পেয়ে অবশেষে কপ্টার ছাড়া হয়। আয়কর আধিকারিকদের ‘হাল্লা রাজার সেনা’র সঙ্গে তুলনা কুণাল ঘোষ। তাঁর আরও দাবি, বিজেপি হারছে এবং তার জন্য কেন্দ্রীয় সংস্থাগুলোকে দিয়ে হেনস্তা করা হচ্ছে। ভোটের মুখে ফের ফের সক্রিয় কেন্দ্রীয় সংস্থা। হেলিকপ্টারের ট্রায়াল রান চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টার থামিয়ে তল্লাশি চালালেন আয়কর দপ্তরের আধিকারিকরা। বেহালার ফ্লাইং ক্লাবে ট্রায়াল রানের সময় আচমকাই তা থামিয়ে আয়কর দপ্তরের আধিকারিকরা তল্লাশি চালান বলে অভিযোগ। অভিষেকের নিরাপত্তা রক্ষীদের সঙ্গেও বাকবিতন্ডা হয় কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের। এনিয়ে সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, কপ্টারে কিছু পাওয়া যায়নি। পাশাপাশি তাঁর অভিযোগ, এনআইএ-র ডিজি ও এসপি-কে বদলের যে দাবি ছিল তৃণমূলের, তার পালটা হিসেবে তাঁর কপ্টার তল্লাশিতে কাজে লাগানো হচ্ছে কেন্দ্রীয় সংস্থাকে। পয়লা বৈশাখের বিকেলে আয়কর দপ্তরের এহেন কাণ্ডে স্বভাবতই তোলপাড় পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। কেন্দ্রীয় এজেন্সির এহেন অতিসক্রিয়তার বিরুদ্ধে বিজেপি বিরোধী তোপ দেগেছেন তৃণমূল।আগামীকাল নির্বাচনী প্রচারে পূর্ব মেদিনীপুর যাওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তমলুকে দলীয় প্রার্থীর হয়ে তাঁর প্রচার করার কথা। সেই কারণেই রবিবার কপ্টারের ট্রায়াল রান চলছিল। তৃণমূল নেতা কুণাল ঘোষের অভিযোগ, অভিষেকের সেই কপ্টার থামিয়ে আয়কর দপ্তরের আধিকারিকরা কপ্টারে ওঠেন। প্রতি ব্যাগ খুলে খুলে তন্নতন্ন করে তল্লাশি চালান। কিন্তু কিছুই পাওয়া যায়নি। এই সময়ে অভিষেকের নিরাপত্তারক্ষীদের সঙ্গে বাকবিতন্ডা হয়। তাঁরা কোনও প্রশ্ন করলে বলা হয়েছে, কপ্টার আটকে রাখা হবে, দেরি করানো হবে। দীর্ঘক্ষণ ধরে কপ্টারটি উড়তে দেওয়া হয়নি। কিন্তু কিছু না পেয়ে অবশেষে কপ্টার ছাড়া হয়। আয়কর আধিকারিকদের ‘হাল্লা রাজার সেনা’র সঙ্গে তুলনা কুণাল ঘোষ। তাঁর আরও দাবি, বিজেপি হারছে এবং তার জন্য কেন্দ্রীয় সংস্থাগুলোকে দিয়ে হেনস্তা করা হচ্ছে। আয়কর দফতর সূত্রের দাবি, ‘আয়কর আইনে ১৩ নম্বর ধারা মেনে যে তল্লাশি চালানো হয়, এটা তেমনই ঘটনা নয়। ভোটের সময় যদি কোনও অভিযোগ আসে, তাহলে সেই অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালায় কুইক রেসপন্স টিম। এক্ষেত্রেও তেমনটাই ঘটেছে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই রুটিন তল্লাশি চালানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে’।
Related Posts
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন মুকুল রায়
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন মুকুল রায়। বৃহস্পতিবার দুপুরে তাঁকে কলকাতায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরিবার সূত্রে খবর, কয়েকদিন ধরে ঠিক মতো খাওয়াদাওয়া করছিলেন না। তাই দুর্বল হয়ে পড়েছিলেন। পরিস্থিতি বিবেচনা করে তাই তাঁকে কলকাতার হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন চিকিৎসকেরা। সেই পরামর্শ মেনেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে মুকুল রায়কে।
আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
আরজি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। বুধবার বেলা ১০টার মধ্যে এই সমস্ত তথ্য প্রমাণ সিবিআইয়ের তদন্তকারী আধিকারিককে হস্তান্তর করতে হবে রাজ্য পুলিশের সিটকে। মঙ্গলবার রায় দিতে গিয়ে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, ‘এটা একটা […]
চালককে হেনস্থার প্রতিবাদ, আজ থেকে রাজ্য জুড়ে মুরগি পরিবহণ বন্ধ রাখার সিদ্ধান্ত
রাজ্য জুড়ে মুরগির মাংসে আকাল? অনির্দিষ্টকালের জন্য রাজ্য জুড়ে বন্ধ মাংস বিক্রি। পুলিশের তোলাবাজি ও মুরগি নিয়ে যাওয়া গাড়ি চালককে মারধরের প্রতিবাদে ধর্মঘটে নামছেন বিক্রেতারা ৷ ধর্মঘটে শামিল হবেন সমস্ত জেলার মুরগি পরিবহণে যুক্ত গাড়িচালক, খালাসিরাও ৷ যদিও অনির্দিষ্টকালের জন্য ডাকা এই ধর্মঘট সমর্থন করছে না বলেই জানিয়েছেন পোলট্রি ফেডারেশনের সভাপতি মদন মোহন মাইতি।শাক-সবজির দাম […]