সরকার গড়ছে না ইন্ডিয়া! জোটের বৈঠক শেষে আপাতত বিরোধী হিসাবেই ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা কংগ্রেস সভাপতির

সরকার গঠন নয়। আপাতত বিরোধী হিসাবেই সংসদে বসতে চায় ইন্ডিয়া জোট। বুধবার দু ঘণ্টার বৈঠক শেষে এমনটাই ইঙ্গিত দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তবে তিনি সাফ জানিয়ে দিলেন, ফ্যাসিবাদী বিজেপিকে সরকারে দেখতে চায় না দেশবাসী। তাই আগামী দিনে যখন যেমন প্রয়োজন তখন সেরকম পদক্ষেপ করবে ইন্ডিয়া জোট। উল্লেখ্য, মোট ৩৩ নেতাকে নিয়ে এদিন নিজের বাসভবনে বৈঠকে বসেছিলেন খাড়গে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন খাড়গে। তাঁর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুপ্রিয়া সুলের মতো সদ্যনির্বাচিত সাংসদরা। ইন্ডিয়া জোটের (শরিক দলের একাধিক নেতাও ছিলেন তাঁর সঙ্গে। সেখানে খাড়গে সাফ জানিয়ে দেন, “নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ফ্যাসিস্ট বিজেপির তীব্র বিরোধিতা করবে ইন্ডিয়া জোট। ফ্যাসিবাদী, পুঁজিবাদীদের বিরুদ্ধে মানুষের হয়ে লড়াই চালিয়ে যাওয়া হবে। তার জন্য সঠিক সময়ে সঠিক পদক্ষেপও করবে ইন্ডিয়া জোট।” 

error: Content is protected !!