লড়াইয়ে শেষ হাসি হাসল টিম ইন্ডিয়া। তবে আমেরিকার বিরুদ্ধে এই লড়াইটা ভারতের কাছে মোটেও সহজ ছিল না। সৌজন্যে আমেরিকার বোলিং। মাত্র ১১১ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারতকে হারাতে হল তিনটে উইকেট। তবে ১৮.২ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত, হাফসেঞ্চুরি করেন সূর্যকুমার যাদব।এদিন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। নিউ ইয়র্কের আকাশে রোদ থাকায় ফ্রেশ পিচের সুবিধা নিতে চেয়েছিল টিম ইন্ডিয়া। সেটা কার্যকর হয়েছে। আর্শদীপ সিং দুর্দান্ত ছন্দে বোলিং শুরু করেন। প্রথম বলে তিনি ফেরান শায়ন জাহাঙ্গীরকে। এরপর একই ওভারে তাঁর শিকার অ্যান্ড্রিস গউস। প্রথম ওভারে জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে আমেরিকা। কিন্তু ভারতের বোলারদের বেশ দক্ষতার সঙ্গে খেলছিলেন স্টিভেন টেলর ও অ্যারন জোনস। ৭.২ ওভারে মাত্র ১১ রান করে ফেরেন অ্যারন জোনস। এরপর ২৪ রানে ফেরেন স্টিভেন টেলর। তবে বাকিদের থেকে ভারতের বোলিং ভালো খেলছিলেন নীতীশ কুমার। আর্শদীপের বল তুলে মারতে গিয়ে সিরাজের হাতে ক্যাচ তুলে ফেরেন তিনি। করেন মাত্র ২৭ রান। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১০ রান করে আমেরিকা। ভারতের হয়ে চারটে উইকেট নেন আর্শদীপ সিং। দুটো উইকেট নেন হার্দিক পান্ডিয়া ও একটা উইকেট নেন অক্ষর প্যাটেল। দুই ম্যাচ পর এদিন শিবম দুবে বল করেন। তবে তিনি এক ওভার বল করে ১১ রান দেন। রান তাড়া করতে নেমে অন্যতম খারাপ শুরু করে টিম ইন্ডিয়া। প্রথম বলে আউট হন বিরাট কোহলি। গোল্ডেন ডাক হন তিনি। এরপর আউট হন রোহিত শর্মা। তিন রান করেন তিনি। ওপেনিং জুটি ফের ব্যর্থ হন। আর দুই বড় উইকেট নেন সৌরভ নেত্রাভালকর। এরপর ঋষভ পন্থ ও সূর্যকুমার যাদব লড়াই করা শুরু করেন কিন্তু ২০ বলে ১৮ রান করে তিনি ফেরেন। আলি খানের দুর্দান্ত বলে বোল্ড হন তিনি। এরপর দলের হাল ধরেন সূর্যকুমার যাদব ও শিবম দুবে। এই দুই প্লেয়ার গত দুটো ম্যাচে ব্যর্থ হন। ৩৯ রান থেকে দলের হাল ধরেন তাঁরা। গত দুই ম্যাচে যেই দুই জুটি ব্যর্থ হয়েছিল সেই জুটি এদিন রান পেল ও দলকে জেতাল। সূর্যকুমার যাদব ৫০ ও শিবম দুবে ৩১ রানে অপরাজিত থাকেন।
Related Posts
বিশ্ব চ্যাম্পিয়নদের স্বাগত জানাতে মুম্বইয়ে জন-সুনামি
বিশ্ব চ্যাম্পিয়নদের স্বাগত জানাতে কতটা অধীর আগ্রহে অপেক্ষা করছিল গোটা দেশ, তার আঁচ বৃহস্পতিবার ভোরে দিল্লি বিমান বন্দরে টের পেয়েছিল ভারতীয় দল। আর ফ্যানেদের উচ্ছ্বাসের বাঁধা ভাঙা ছবি ধরা পড়ল মুম্বইয়ে। জনসুনামি বললেও খুব একটা ভুল হবে না। বিশ্বজয়ের পর হুড খোলা বাসে ফ্যানেদের ভালবাসায় ভেসে গেলন রোহিত-বিরাটরা। টি-২০ বিশ্বকাপ জিতে বৃহস্পতিবার ভোরে ভারতে পৌছায় […]
‘চিটিং করে অলিম্পিক্সে গিয়েছিলেন, বেশ হয়েছে, ভগবান শাস্তি দিয়েছে’, কংগ্রেসের টিকিট পেতেই ভিনেশকে আক্রমণ বিজেপি নেতা ব্রিজভূষণের
ভিনেশ ফোগতের কংগ্রেসে যোগদান এবং হরিয়ানা বিধানসভা নির্বাচনে তাঁর টিকিট পাওয়া নিয়ে কটাক্ষ করে অভিযোগ তুললেন ব্রিজভূষণ শরণ সিং। কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণের মন্তব্য, ‘চিটিং করে খেলতে চেয়েছিল। বেশ হয়েছে! ভগবান ওকে শাস্তি দিয়েছে।’ কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধেই যৌন হেনস্থার অভিযোগ তুলে পথে নেমেছিলেন ভিনেশ ফোগত, বজরং পুনিয়া, সাক্ষী মালিকরা। […]
অবশেষে খরা কাটিয়ে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত
খরা কাটিয়ে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত। স্বপ্নপূরণ হল রোহিত শর্মার ভারতের। ১৩ বছর পরে তারা বিশ্বসেরা। হার্দিকের ম্যাচ জেতানো বোলিং সবাই মনে রাখবে। ভারতের জয় ৮ রানে। একটা সময় ম্যাচ জয়ের সম্ভাবনা ছিল ৫০-৫০। যে কেউই জিততে পারত ব্রিজটাউনের মহা ফাইনাল ম্যাচ। বারবার দুই দলের দিকে ঢলে পড়েছিল ম্যাচ। দক্ষিণ আফ্রিকার যখন ছয় উইকেট পড়ল, […]