কান ফেস্টিভ্যালে দেখা যাবে ‘ভারত পর্ব’

১৪ মে থেকে ২৫ মে পর্যন্ত কান চলচ্চিত্র উৎসব শুরু হতে যাচ্ছে। এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে অংশ নেবেন দেশ-বিদেশের চলচ্চিত্র ব্যক্তিত্বরা। চলচ্চিত্র প্রদর্শন করা হবে। এ ছাড়া এবার ভারতের পক্ষ থেকে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এবার ‘ভারত পর্ব’ 77তম কান চলচ্চিত্র উৎসবে ভারত আয়োজিত হবে। ‘ভারত পর্ব’-এর মাধ্যমে, সারা বিশ্ব থেকে কান উৎসবে জড়ো হওয়া লোকেরা ভারতে উপলব্ধ অসংখ্য সৃজনশীল সুযোগের মুখোমুখি হবে। শুক্রবার এই তথ্য প্রদান করে, তথ্য ও সম্প্রচার মন্ত্রক বলেছে যে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রতিনিধিদের পাশাপাশি শিল্পের সদস্যরা ভারতের সৃজনশীল অর্থনীতিকে কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগের মাধ্যমে প্রদর্শন করতে অংশ নেবেন। .

error: Content is protected !!