গত রবিবারই নিজেদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেস ভারতীয় জনতা পার্টি৷ ইস্তেহার প্রকাশকালে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদি, অমিত শাহ, জেপি নাড্ডা, রাজনাথ সিং, নির্মলা সীতারমণের মতো নেতৃত্বেরা৷ ইস্তেহার প্রকাশের পরে তাঁদের সঙ্কল্প পত্র নিয়ে বিশদে আলোচনাও করেন মোদি৷ আর তার পরের দিনই সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ফের ‘এক দেশ, এক নির্বাচন’ প্রসঙ্গ তুললেন তিনি৷ এদিনের সাক্ষাৎকারে মোদি বলেন, ‘‘এক দেশ এক নির্বাচন আমাদের অঙ্গীকার৷ আমরা এ বিষয়ে সংসদেও আলোচনা করেছি৷ আমরা একটা বিশেষ কমিটি তৈরি করেছিলাম৷ সেই কমিটি রিপোর্টও জমা দিয়েছে৷ এই এক দেশ এক নির্বাচনের বিষয়ে দেশের বহু মানুষই তাঁদের সমর্থন প্রকাশ করেছেন৷ অনেকেই অনেক অভিনব পরামর্শ দিয়েছেন কমিটিকে৷ সেই রিপোর্টের পরামর্শ কার্যকর করলে ভীষণভাবে উপকৃত হবে ভারতবর্ষ৷’’ নিজেদের নির্বাচনী ইস্তেহারেও বিজেপি উল্লেখ করেছে যে, এই লোকসভা নির্বাচনে জয়ী হয়ে তারা ক্ষমতায় এলে দেশে ‘এক দেশ এক নির্বাচন’এবং ‘অভিন্ন দেওয়ানি বিধি’ লাগু করবে তারা৷ ইস্তেহারে বিজেপি জানিয়েছে, এক দেশ এক নির্বাচন নিয়ে ইতিমধ্যেই গত বছরের সেপ্টেম্বর মাসে একটি কমিটি তৈরি করা হয়েছিল৷ দেশজুড়ে একই সঙ্গে লোকসভা এবং বিধানসভা নির্বাচন করা যায় কি না সে বিষয়েই আলোচনা তথ্যানুসন্ধান করেছে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটি৷ কমিটি তাদের ১৮,৬২৬ পাতার রিপোর্ট গত মাসেই রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূর কাছে জমা দিয়েছে৷ রিপোর্টে ২১, ৫৫৮ জন মানুষের মতামত নথিভুক্ত করা হয়েছে৷ যার মধ্যে ৮০ শতাংশই এক সঙ্গে নির্বাচন করার প্রক্রিয়াকে সমর্থন করেছেন৷ বিপক্ষে মত দিয়েছেন মাত্র ৪ হাজার ২১৬ জন৷
Related Posts
অগ্নিপথ নিয়ে রাজনীতি করছে বিরোধীরা, যুদ্ধের জন্য বাহিনীকে সবসময় ফিট রাখতেই এই প্রকল্প: মোদি
সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য ফিট রাখতেই অগ্নিপথ প্রকল্প ৷ এটি সেনাবাহিনীর প্রয়োজনীয় সংস্কারের একটি দৃষ্টান্ত ৷ কার্গিল যুদ্ধ বিজয়ের ২৫ তম বার্ষিকীতে এভাবেই অগ্নিপথ নিয়ে বিতর্কের নিরসন করতে চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর অভিযোগ, অগ্নিপথ প্রকল্প নিয়ে রাজনীতি করছে বিরোধীরা ৷ প্রধানমন্ত্রী এদিন বলেন, “অগ্নিপথের লক্ষ্য হল বাহিনীকে তরুণ করা…অগ্নিপথের লক্ষ্য সেনাবাহিনীকে যুদ্ধের জন্য […]
রাজ্যে উপাচার্য নিয়োগে সার্চ কমিটি গঠনের নির্দেশ দিল ‘সুপ্রিমকোর্ট’, দেওয়া হল ডেডলাইন
পশ্চিমবঙ্গে উপাচার্য নিয়োগের জট কাটাতে পদক্ষেপ সুপ্রিম কোর্টের। সার্চ কমিটি গঠনের নির্দেশ সর্বোচ্চ আদালতের। প্রাক্তন বিচারপতি ইউ ইউ ললিতকে চেয়ারম্যান করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২ সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া শুরু করতে হবে। তিন মাসের মধ্যে সরকারকে বিজ্ঞাপন দিয়ে প্রক্রিয়া শেষ করতে হবে। এই নির্দেশে খুশি ব্রাত্য বসু। “গণতন্ত্রের জয় হয়েছে”, উল্লেখ করে X হ্যান্ডেলে […]
পুরীতে জগন্নাথ দেবের চন্দনযাত্রায় ভয়াবহ বাজি বিস্ফোরণে ঝলসে গেলেন ৩০ পুণ্যার্থী, মৃত ৩
পুরীতে ভয়াবহ বাজি বিস্ফোরণ। জগন্নাথ দেবের চন্দনযাত্রায় বাজি ফেটে ঝলসে গেলেন অন্তত ৩০ পুণ্যার্থী, ইতিমধ্যেই তিনজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহতদের মধ্যে অনেকের অবস্থাই সংকটজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুরীর এই মর্মান্তিক ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ও কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রশাসনকে দ্রুত আহত ব্যক্তিদের চিকিৎসার […]