মণিপুরে কীভাবে শান্তি ফেরানো নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন সেনাপ্রধান

গত বছরের মে মাস থেকে দুই জনজাতির সংঘর্ষে বিধ্বস্ত মণিপুর। এবার মণিপুরের পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণ করা যায় তা নিয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সঙ্গে দেখা করলেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।  উত্তর-পূর্ব রাজ্যে শান্তি ফিরিয়ে আনার উপায় সহ বিভিন্ন বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন সেনা প্রধান। সেনা কমান্ডাররা সেনাপ্রধানকে ইতিমধ্যে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা নিয়ে অবগত করেন। রাজ্যের নিরাপত্তা সংস্থাগুলির প্রধানদের সঙ্গেও আলোচনা করেছেন জেনারেল দ্বিবেদী। জানা গিয়েছে, দু দিনের সফরে মণিপুরে গিয়েছেন সেনাপ্রধান। এদিকে, সেনা প্রধানের সঙ্গে বৈঠকের পর এক্স পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, ‘আমি জেনারেল দ্বিবেদীর মণিপুর সফরকে গভীরভাবে স্বাগত জানাচ্ছি। আমাদের রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে জটিল বিষয়ে আলোচনা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা রাজ্য সরকার এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সমন্বয় বজায় রেখে কাজ করব।’ জানা গিয়েছে, বীরেন সিংয়ের সঙ্গে বৈঠকে জেনারেল দ্বিবেদী অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি এবং মণিপুরে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ভারতীয় সেনাবাহিনী এবং অসম রাইফেলসের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তিনি মণিপুরের জনগণের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য ভারতীয় সেনাবাহিনীর তরফে প্রতিশ্রুতি দিয়েছেন। সফরের সময় জেনারেল দ্বিবেদী সেখানকার সেনা আধিকারিকদের সঙ্গেও দেখা করেন। তাঁদের বিভিন্ন প্রস্তুতি এবং দায়িত্ব পালনের জন্য প্রশংসা করেন। এছাড়াও, তিনি সিনিয়র আধিকারিকদের সঙ্গে দেখা করেন এবং তাদের নিঃস্বার্থ সেবা ও অবদানের প্রশংসা করেন। মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, জেনারেল দ্বিবেদীর সঙ্গে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল আরসি তিওয়ারি, জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ, ইস্টার্ন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল অভিজিৎ এস পেনধারকর, জেনারেল অফিসার কমান্ডিং ৩ কর্পস এবং মেজর জেনারেল রভরূপ সিং, ইন্সপেক্টর জেনারেল অসম রাইফেলস (দক্ষিণ) প্রমুখ। প্রসঙ্গত, মণিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী। তারপরেই মণিপুরে এলেন সেনা প্রধান।

error: Content is protected !!