লাদাখে খাদে পড়ে গিয়েছিল বাস। সেখান থেকে ২৭ জন যাত্রীকে উদ্ধার করলেন ভারতীয় সেনাবাহিনী। ঘটনাটি ঘটেছিল লাদাখের দুরবুকে। একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে যাচ্ছিলেন বাসের যাত্রীরা। তবে এরপরই খাদে পড়ে যায় বাসটি। ঘটনার জেরে সাতজন বাসযাত্রীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন শিশুও রয়েছে। মঙ্গলবার এই ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। এরপরই উদ্ধারকাজে নেমে পড়ে সেনাবাহিনী। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে ২৭ জন যাত্রীকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। আহতদের স্থানীয় মিলিটারি হাসপাতালে পাঠানো হয়েছে। কাজে লাগানো হয় সেনাবাহিনীর হেলিকপ্টারও। সেনাবাহিনীর এই উদ্যোগ তারিফ কুড়োচ্ছে সকলের কাছে। প্রসঙ্গত, এই এলাকায় এর আগেও এমন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। তারপর থেকে বেশ কয়েকবার সতর্কতা অবলম্বন করা হয়। তবে ফের এই ঘটনা কেন ঘটল তা খতিয়ে দেখছে ভারতীয় সেনাবাহিনী এবং স্থানীয় প্রশাসন।
Related Posts
জম্মু-কাশ্মীরের রামবনে বিজেপি প্রার্থী রাকেশ সিং ঠাকুরের প্রচারসভায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং
জম্মু ও কাশ্মীরের রামবনে বিজেপি প্রার্থী রাকেশ সিং ঠাকুরের সমর্থনে প্রচারসভায় গেছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আর সেখান থেকেই পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের আপন করে নেওয়ার বার্তা দিলেন তিনি। তিনি আরও বলেন যে, আমাদের উন্নয়ন দেখে পাক অধিকৃত কাশ্মীরিরা বলবেন যে তাঁরা আর পাকিস্তানে থাকতে চাননা। রবিবার রানবনের প্রচারসভা থেকে রাজনাথ বলেন, “জম্মু ও কাশ্মীরে […]
নিট-ইউজি পরীক্ষায় প্রশ্ন ফাঁস নিয়ে প্রথম চার্জশিট পেশ করল সিবিআই
সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা নিট-ইউজি পরীক্ষায় প্রশ্ন ফাঁস নিয়ে প্রথম চার্জশিট পেশ করল সিবিআই ৷ সূত্রের খবর, জমা পড়া চার্জশিটে ১৩ জনের নামে অভিযোগ দায়ের হয়েছে ৷ এই ঘটনায় মোট ৬টি এফআইআর দায়ের করে সিবিআই ৷ বিহার, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র এবং রাজস্থান-এই সমস্ত রাজ্যের বিভিন্ন ঘটনায় অভিযোগ দায়ের হয়েছিল ৷ বিহারে দায়ের হওয়া অভিযোগটি ছিল প্রশ্ন […]
ছত্তিশগড়ের রায়পুরে গরুপাচারের অভিযোগে দুই যুবকে পিটিয়ে মারার অভিযোগ, জখম ১
ফের পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল ৷ এবার ঘটনাস্থল ছত্তিশগড়ের রায়পুর ৷ সেখানকার আড়ংয়ে গরুপাচারের অভিযোগে দুই যুবককে পিটিয়ে মেরে ফেলা হয় বলে অভিযোগ ৷ দু’জনই উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ৷ অভিযোগ, ১০-১২ জন যুবক প্রথমে তিন যুবকের কাছে থাকা গবাদি পশু কেড়ে নেয় ৷ তার পর তাঁদের […]