গুরুতর আহত অবস্থায় এক ভারতীয় মৎস্যজীবীকে উদ্ধার করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। গুজরাতের ভেরাওয়াল থেকে ১৩০ কিলোমিটার পশ্চিমে মাঝ সমুদ্রে দুর্ঘটনার কবলে পরে ভারতীয় মৎস্যজীবীদের নৌকা ‘সেন্ট ফ্রান্সিস’। ১ মে গভীর রাতে দুর্ঘটনার খবর পৌঁছয় ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কাছে। খবর পেয়েই অভিযান চালিয়ে উদ্ধার করা হয় এক মৎস্যজীবীকে। মাথায় গুরুতর আঘাটি পেয়েছিল ওই মৎস্যজীবী। জানা গেছে ভেরাওয়াল রেসকিউ সাব সেন্টার থেকে খবর যায় ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কাছে। খবর পেয়ে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজ সি–১৫৩ উদ্ধারকার্যে নেমে পড়ে। গুরুতর আহত অবস্থায় ভারতীয় মৎস্যজীবীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর গুজরাটের স্থানীয় এক হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে স্থিতিশীল ওই মৎস্যজীবী।
Related Posts
রেস্তরাঁ-মালিককে মারধরের ঘটনায় আগাম জামিন নিতে বারাসত আদালতে সোহম
নিউ টাউনের রেস্তরাঁর মালিককে মারধরের ঘটনায় আগাম জামিন নিতে বারাসত জেলা আদালতে পৌঁছলেন চণ্ডীপুরের বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী। আদালত সূত্রে জানা গিয়েছে তেমনটাই। একই সঙ্গে অসমর্থিত সূত্র মারফত এ-ও জানা গিয়েছে, বৃহস্পতিবার আদালতে আত্মসমপর্ণও করতে পারেন সোহম। আর সেই কারণেই তিনি বারাসত আদালতে গিয়েছেন। বৃহস্পতিবার সকালে ১০টা নাগাদ বারাসত জেলা আদালতে ঢুকতে দেখা যায় […]
প্রতিশোধ নিতে মেয়ের প্রেমিকের বিবাহিতা বোনকে গণধর্ষণের সময় মোবাইলে রেকর্ড!
ফের ধর্ষণের খবর। এ বার পঞ্জাবের লুধিয়ানায় গণধর্ষণের অভিযোগ। প্রেমিকের সঙ্গে মেয়ে পালিয়ে যাওয়ার ‘প্রতিশোধ’ নিল বাবা। অভিযোগ, পরিবারের আরও তিন সদস্যের সঙ্গে মিলে গণধর্ষণ করল প্রেমিকের বিবাহিতা বোনকে। অভিযোগ, গণধর্ষণেই থেমে যায়নি অপরাধ। পুরো ঘটনাটি রেকর্ড করা হয়েছে মোবাইলে। পুলিশসূত্রে জানা গিয়েছে এই ঘটনা গত ১ মে-এর। ঘটনার অভিঘাতে এতটাই মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন […]
ভোটের মুখে ইন্ডিয়া জোটে যোগ দিল VIP
লোকসভা ভোটের মুখে ইন্ডিয়া শিবিরে যোগ দিল বিহারের স্থানীয় দল বিকাশশীল ইনসান পার্টি বা VIP। বিহারের অন্তত দশটি লোকসভা কেন্দ্রে মুকেশ সাহানির দল VIP-র বেশ ভাল প্রভাব রয়েছে। রাজ্যের পিছিয়ে পড়া বর্গের কাছে অত্যন্ত জনপ্রিয় বিকাশশীল ইনসান পার্টি সাতটি লোকসভা কেন্দ্রে জয়-পরাজয়ে ব্যবধান গড়তে পারে। বিজেপিকে হারাতে মরিয়া আরজেডি নেতা তেজস্বী যাদব তাই VIP-কে ইন্ডিয়া […]