‘ভারতীয়দের জন্য সব সময় রয়েছে মোদির গ্যারান্টি’, ইরানের হাতে আটক ১৭ ভারতীয়র মুক্তিতে বললেন এস জয়শঙ্কর

ইরানের হাতে আটক পণ্যবাহী জাহাজ থেকে ভারতীয়দের উদ্ধারের পর এবার মুখ খুললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিদেশমন্ত্রী বলেন, ইরানে থাকা ভারতীয় দূতাবাস যেভাবে ১৭ জনকে দেশে ফেরানোর চেষ্টা সফল করেন, তা অভাবনীয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্যই এই কাজ সম্ভব হয়েছে। দেশে হোক কিংবা বিদেশে, মোদির গ্যারান্টি সব সময় ভারতের মানুষের সঙ্গে রয়েছে বলেও মন্তব্য করেন জয়শঙ্কর। গত ১৩ এপ্রিল ‘এমসিএস এরিজ’ নামে একটি বাণিজ্যিক জাহাজকে আটক করা হয় হরমুজ প্রণালীতে। ওই জাহাজে ১৭ জন ভারতীয় ছিলেন। ইরানের হাতে বন্দি ভারতীয়দের উদ্ধারে তৎপর হয় দিল্লি। বিষয়টি নিয়ে ইরানের বিদেশমন্ত্রী হোসেন আমির আবদোল্লাহিয়ানের সঙ্গে কথা বলেন এস জয়শঙ্কর। এরপর ইরানে যে ভারতীয় বিদেশ মন্ত্রক রয়েছে, সেখানকার কর্মীরা এক নাগাড়ে চেষ্টা চালিয়ে ওই ১৭ জনকে উদ্ধার করে।

error: Content is protected !!