ভেঙে পড়া এয়ারক্রাফ্টের সন্ধানে তল্লাশি চালাবে ভারতীয় নৌসেনা ৷ ২০ অগস্ট ঝাড়খণ্ডের জামশেদপুরের এরোড্রোম থেকে একটি ট্রেনার এয়ারক্রাফ্ট রওনা দেয় ৷ তাতে একজন বিমানচালক এবং একজন শিক্ষানবিশ ছিলেন ৷ কিছুক্ষণ পরেই এয়ারক্রাফ্টটি নিখোঁজ হয়ে যায় ৷ সেই বিমানে থাকা একজনের দেহ পাওয়া গিয়েছে চান্ডিল জলাধারে ৷ এবার ভেঙে পড়া এয়ারক্রাফ্টের খোঁজে তল্লাশি চালাতে ১৯ সদস্যের একটি দল অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে জামশেদপুরে এসেছে রাত ১২টা ৫০ মিনিট ৷ বৃহস্পতিবার নৌবাহিনী সূত্রে খবর, “বিশাখাপত্তনম থেকে নৌবাহিনীক একটি দল রাঁচিতে পৌঁছেছে ৷ তাঁরা ট্রেনার এয়ারক্রাফ্টটির সন্ধানে সাহায্য করবেন ৷ এই তল্লাশি অভিযানে যোগ দেবেন ৷” মঙ্গলবার বিমানটি ওড়ার খানিকক্ষণের মধ্যেই তা নিখোঁজ হয়ে যায় ৷ সরকারি সূত্রের খবর, অনুমান করা গিয়েছিল চান্ডিল বাঁধের জলাধারেই কোথাও বিমানটি ভেঙে পড়েছে ৷ বৃহস্পতিবার সকালে সেই চান্ডিল বাঁধের জলাধারে এক ব্যক্তির দেহ ভাসতে দেখা যায় ৷ তাঁর দেহের একটি উর্দি রয়েছে ৷ তা দেখে মনে করা হচ্ছে, ওই ব্যক্তি ট্রেনি এয়ারক্রাফ্টে থাকা দু’জনের একজন ৷ সেরাইখেলা-খারসাওয়ান প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক বলেন, “আজ সকালে বাঁধের জলে একটি দেহ ভাসতে দেখা যায় ৷ তাঁকে শনাক্ত করা হয়েছে ৷ তাঁর গায়ের উর্দি থেকে মনে করা হচ্ছে তিনি ওই এয়ারক্রাফ্টে থাকা একজন ৷” ট্রেনি এয়ারক্রাফ্টে ছিলেন বিমানচালক ক্যাপ্টেন জিতু সুতারু এবং ট্রেনি পাইলট শুভ্রদীপ ৷ সেটি ওই বাঁধেই ভেঙে পড়েছে বলে মনে করা হচ্ছে ৷ বুধবার একটি ৬ সদস্যের এনডিআরএফ দল ওই বাঁধে তল্লাশি চালায় ৷ সেসনা 1৫২ ট্রেনি এয়ারক্রাফ্টটি অ্যালকেমিস্ট এভিয়েশনের ৷ সেটি মঙ্গলবার সকাল ১১টা নাগাদ সোনারি এয়োড্রোম থেকে রওনা দেয় ৷ সেরাইখেলা-খারসাওয়ানের এসপি মুকেশ কুমার লুনায়াত জানিয়েছেন, গ্রামবাসীরা দাবি করে যে, ওই বাঁধে এয়ারক্রাফ্ট বিমানটি ভেঙে পড়েছে ৷ পূর্ব সিংভূমের ডেপুটি কমিশনার অনন্যা মিত্তালও জানিয়েছেন, এয়ার ট্রাফিক কন্ট্রোলের দেওয়া তথ্য অনুযায়ী, এয়ারক্রাফ্টের শেষ লোকেশন ছিল নিমডিহির কাছে চান্ডিল সাব-ডিভিশনে ৷
Related Posts
সোশ্যাল মিডিয়া থেকে তরুণী চিকিৎসকের সমস্ত ছবি মুছে দিতে হবে, সিবিআইকে দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট জমার নির্দেশ, পরবর্তী শুনানি ১৭ সেপ্টেম্বর
ময়নাতদন্তের রিপোর্ট এবং ফরেন্সিক রিপোর্ট নিয়ে সন্দেহপ্রকাশ় করল সিবিআই। তারইমধ্যে আরজি কর হাসপাতালের জন্য তিন কোম্পানি মহিলা বাহিনী আছে। তাঁদের থাকার জায়গা দেওয়া হচ্ছে না। তাঁদের দেড় ঘণ্টা যাত্রা করে আসতে হচ্ছে। কপিল সিব্বল দাবি করেন, কেন্দ্রীয় বাহিনী যা চেয়েছে, তা দিয়েছে রাজ্য সরকার। সোমবার প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি পর্বের শুরুতেই স্টেটাস রিপোর্ট জমা দেয় […]
‘ফলাফলে প্রভাব খাটাতে দেশজুড়ে ১৫০ জেলাশাসককে ফোন করেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’, অভিযোগ জয়রামের
দেশের ৫৭টি লোকসভা কেন্দ্রে চলছে অন্তিম দফার ভোটগ্রহণ। ভোট গ্রহণ শেষ হওয়ার আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ আনলেন জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। শনিবার বিকেল ৪টে ৩৬ মিনিট নাগাদ এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে এই অভিযোগ করেন কংগ্রেস নেতা। জয়রাম অভিযোগ করলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ধরে ধরে গোটা দেশের সব জেলা […]
ভূস্বর্গের নিরাপত্তা পর্যালোচনায় উচ্চ পর্যায়ের বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের
জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে এবং অমরনাথ যাত্রার প্রস্তুতি পর্যালোচনা করার জন্য রবিবার একটি উচ্চ-পর্যায়ের বৈঠকে নেতৃত্ব দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর আগে, গত শুক্রবারই অমিত শাহ দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে একটি উচ্চ-পর্যায়ের বৈঠকে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং ১৬ জুন অর্থাৎ আজ এই নিয়ে আরও একটি […]