দেশে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে সকল প্রতিষ্ঠানগুলি তৈরি করা হয়েছিল ৷ সেগুলিকে ইচ্ছাকৃত দুর্বল করে দেওয়া হয়েছে বলে অভিযোগ জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ আর এক্ষেত্রে নাম না-করে, ভারতের নির্বাচন কমিশনের ক্ষমতাকে দুর্বল করে দেওয়ার অভিযোগ করলেন তিনি ৷ তাঁর বক্তব্য, পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, মানুষ ইলেক্টোরাল ভোটিং মেশিন বা ইভিএম-কে ভরসা করতে পারছে না ৷ বেকারত্ব ও দেশের অর্থনীতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেছেন প্রিয়াঙ্কা ৷ তিনি প্রশ্ন করেন, “আজকের দিনে বেকারত্ব চরম সীমায় পৌঁছে গিয়েছে ৷ মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার বেকারত্ব দূর করতে কী করেছে? তারা শুধু প্রতিশ্রুতি দিয়ে গিয়েছে ৷ কিন্তু, তা পূরণ করতে পারেনি ৷” এদিন ফের একবার ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রে ‘অগ্নিবীর’ প্রকল্পের ব্যর্থতার অভিযোগ তুলে ধরেছেন প্রিয়াঙ্কা ৷জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক বলেন, “তারা ‘অগ্নিবীর’ প্রকল্প নিয়ে এসেছিল ৷ যা মানুষকে আশাহত করেছে ৷ প্রতিটি রাজ্যে প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে ৷ কৃষকরা রাস্তার নেমে প্রতিবাদ করছেন ৷ কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সময় নেই তাঁদের কথা শোনার ৷” প্রিয়াঙ্কা আবেদন করেন, দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে সকলে নিজেদের কেন্দ্রে গিয়ে ভোট যেন অবশ্যই দেন ৷ তিনি বলেন, “আপনারা ভাবছেন, কীভাবে দেশের গণতন্ত্র দুর্বল হয়ে পড়ছে ? এর কারণ, যে বড়-বড় প্রতিষ্ঠানগুলি তৈরি করা হয়েছিল দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে, এখন সেগুলিকে দুর্বল করে দেওয়া হয়েছে ৷ সেগুলির অপব্যবহার করা হচ্ছে ৷ মানুষ ইভিএমকে বিশ্বাস করছে না ৷” এদিন জয়পুরের এই সভায় সোনিয়া গান্ধিও উপস্থিত ছিলেন ৷ যিনি রাজস্থান বিধানসভা থেকে কংগ্রেসের টিকিটে নির্বাচিত হয়ে রাজ্যসভায় গিয়েছেন ৷ প্রিয়াঙ্কা কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারকে ‘দেশের আওয়াজ’ হিসেবে উল্লেখ করেছেন ৷ তিনি বলেন, “আমরা গতকাল নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছি ৷ যার নাম রাখা হয়েছে, ‘ন্যায় পত্র’ ৷ আমাদের প্রকাশিত এই ইস্তাহার কেবলমাত্র ঘোষণা বা প্রতিশ্রুতি নয় যে, ভোটের পর আমরা সেগুলি ভুলে যাব ৷ বরং এটা ‘দেশের আওয়াজ’, যা সুবিচার চাইছে ৷”
Related Posts
মুম্বইয়ে উদ্ধব ঠাকরের সঙ্গে প্রায় ৩ ঘণ্টার বৈঠক অভিষেকের
মহারাষ্ট্রের শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করতে দিল্লি থেকে মুম্বই উড়ে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, উদ্ধব ঠাকরের ডাকে সাড়া দিয়েই মুম্বই গিয়েছেন অভিষেক। সেখানে উদ্ধবের বাসভবন মাতোশ্রীতে বৃহস্পতিবার রাতে বৈঠকে বসেন দুই নেতা। অভিষেকের সঙ্গে ছিলেন ডেরেক ও’ব্রায়েনও। তিন ঘণ্টা ধরে বৈঠক […]
প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদির শপথ গ্রহণের দিন বদল
প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের দিন বদলাল। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে ৮ তারিখ নয়, নরেন্দ্র মোদি ৯ জুন শপথ গ্রহণ করবেন বলে সূত্রের খবর। নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের দিন বদল হওয়ায় অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী পদে চন্দ্রবাবু নাইডুরও শপথ গ্রহণের দিন বদলাল। তিনি আগামী ১২ জুন অন্ধ্রের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন।
বিহারে পুলিশ হেফাজতে স্বামী এবং নাবালিকা স্ত্রীকে পিটিয়ে খুন, থানায় আগুন লাগিয়ে দিল গ্রামবাসীরা
পুলিশ লকআপে যুবক ও তাঁর নাবালিকা স্ত্রীর রহস্যমৃত্যুতে উত্তপ্ত বিহার। ঘটনাটি ঘটেছে বিহারের আরারিয়া জেলার তারাবারি গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, স্ত্রীর মৃত্যুর পর স্থানীয় যুবক তাঁর শালীকে বিয়ে করেছিলেন। কিন্তু মেয়েটির বয়স মাত্র ১৪। নাবালিকাকে বিয়ের অপরাধে যুবককে বৃহস্পতিবার আটক করে পুলিশ। আটক করা হয় নাবালিকাকেও। স্থানীয়দের অভিযোগ, ওই যুগলকে বিয়ের পরেই আটক করা […]