আইপিএল এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৪ উইকেটে হারিয়ে কোয়ালিফায়ার-২-এ জায়গা করে নিয়েছে রাজস্থান রয়্যালস। রাজস্থান এখন কোয়ালিফায়ার-২-এ সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে ২৪ মে, ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে। আহমেদাবাদে টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় রাজস্থান। বেঙ্গালুরু 20 ওভারে 8 উইকেটে 172 রান করে। রাজস্থান 19 ওভারে 6 উইকেটে লক্ষ্য অর্জন করে। ছক্কা মেরে দলকে জয় এনে দেন রোভম্যান পাওয়েল। রাজস্থানের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন যশস্বী জয়সওয়াল। রায়ান পরাগ ৩৬ রান করে আউট হন এবং শিমরন হেটমায়ার ২৬ রান করে আউট হন। মোহাম্মদ সিরাজ নেন ২ উইকেট। একটি করে উইকেট পান ক্যামেরন গ্রিন, কর্ণ শর্মা ও লকি ফার্গুসন। একটা ব্যাটার ফুরিয়ে গেল। আরসিবি থেকে রজত পতিদার ৩৪ ও বিরাট কোহলি ৩৩ রান করেন। আইপিএলে ৮ হাজার রান পূর্ণ করেছেন কোহলি। লিগের সর্বোচ্চ গোলদাতা তিনি। আভেশ খান নেন ৩ উইকেট। রবিচন্দ্রন অশ্বিন পেয়েছেন ২টি সাফল্য।
Related Posts
অলিম্পিক্সে পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনসের ফাইনালে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়লেন স্বপনীল কুসাল
স্বপ্নপূরণ হল স্বপনীল কুসালের। প্যারিসে অলিম্পিক্সে পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনসের ফাইনালে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়লেন ভারতীয় তারকা। কারণ ১৯৫২ সালে পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনস শুরু হওয়ার পর থেকে প্রথমবার এই ইভেন্টে কোনও পদক জিতল ভারত। আর সেই ঐতিহাসিক পদক জয়ের ফলে প্যারিসে ভারতের পদক সংখ্যা তিনে পৌঁছে গেল। তিনটি পদকই এসেছে […]
টিম ইন্ডিয়ার ঝড়ে উড়ে গেল বাংলাদেশ, ২৮০ রানে বিশাল জয় ভারতের
প্রথম ইনিংসভারত: ৩৭৬ (অশ্বিন ১১৩, জাদেজা ৮৬, হাসান ৮৩/৫)বাংলাদেশ: ১৪৯ (শাকিব ৩২, মেহেদ ২৭, বুমরাহ ৫০/৪) দ্বিতীয় ইনিংসভারত: ২৮৭/৪ (ডিক্লেয়ার) (শুভমান ১১৯, ঋষভ ১০৯, মেহেদি ১০৩/২)বাংলাদেশ: ২৩৪ (শান্ত ৮৩, শাদমান ৩৫, অশ্বিন ৮৮/৬) প্রথম টেস্টের লজ্জার হারের সম্মুখীন হতে হল বাংলাদেশকে। টিম ইন্ডিয়ার ঝড়ে উড়ে গেল বাংলাদেশ। ব্যাটে-বলে একতরফা দাপট দেখিয়ে ২৮০ রানের বিশাল ব্যবধানে জয় […]
‘কঠোর পরিশ্রম ও নিষ্ঠার জন্যেই সাফল্য’, মানুকে শুভেচ্ছাবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
প্যারিস অলিম্পিক্সে ভারতকে প্রথম পদক এনে দিলেন শুটার মানু ভাকের। গোটা দেশ তাঁকে নিয়ে উচ্ছ্বসিত। পদক জয়ী মানুকে শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পদক জয়ের খবর আসতেই নিজের এক্স হ্যান্ডেলে একটি বার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, ‘প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রথম পদক জয়ে মানু ভাকেরেকে আমার অভিনন্দন। কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার জন্যেই ভারতের প্রথম মহিলা শুটার হিসাবে […]