রাজস্থান রয়্যালসকে ৫ উইকেটে হারালো পাঞ্জাব কিংস। টস জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন। প্রথমে ব্যাট করে রাজস্থান রয়্যালস তোলে মাত্র ১৪৪ রান। ব্যাট হাতে রিয়ান পরাগ ছাড়া কেউ সে ভাবে নজর কাড়তে পারেননি। সেই রান তুলতে অসুবিধা হয়নি পঞ্জাবের। সহজেই জেতেন স্যাম কারেনরা। ৫ উইকেট হাতে নিয়ে ম্যাচ জিতলেন তাঁরা। পঞ্জাবের সামনে লক্ষ্য সহজ থাকলেও তা তুলতে ১৯তম ওভার পর্যন্ত খেলতে হয়। রাজস্থানের বোলারেরা চাপে রেখেছিলেন কারেনদের। আবেশ খান নিজের প্রথম ওভারে মাত্র ২ রান দিয়ে তুলে নেন রিলি রুসো এবং শশাঙ্ক সিংহের উইকেট। সেটাই পঞ্জাবের কাছে বড় ধাক্কা ছিল। যা সামলে ম্যাচ জেতান জিতেশ শর্মা এবং অধিনায়ক কারেন।জস বাটলার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে দেশে ফিরে গিয়েছেন। ওপেনার জুটি বদলেছে রাজস্থানের। যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন ইংল্যান্ডের টম কোহলার-ক্যাডমোর। কিন্তু ক্যাডমোর ২৩ বলে ১৮ রান করেন। রান পেলেন না যশস্বীও। তিনি ৪ বলে ৪ রান করে আউট হয়ে যান। টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার পর থেকে রান নেই যশস্বীর ব্যাটে। অধিনায়ক সঞ্জু স্যামসন ১৫ বলে ১৮ রান করেন। ব্যাটিং ব্যর্থতা সামলাতে রবিচন্দ্রন অশ্বিনকে পাঁচ নম্বরে ব্যাট করতে পাঠিয়েছিল রাজস্থান। ১৯ বলে ২৮ রান করে দলের মান রাখেন তিনি। অশ্বিনকে সঙ্গে নিয়ে ইনিংস গড়ছিলেন পরাগ। অসমের ঘরের ছেলে ৩৪ বলে ৪৮ রান করেন। শেষ ওভারে আউট হয়ে যান তিনি। হর্ষল পটেলের ফুলটস বলের লাইন ফস্কান পরাগ। বল পায়ে লাগে। এলবিডব্লিউ হয়ে যান তিনি।
Related Posts
আমেরিকায় যাত্রীদের ফেলে রোহিতদের আনতে বার্বাডোজে গেল এয়ার ইন্ডিয়ার বিমান
অবশেষে বৃহস্পতিবার ভোরে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে দিল্লিতে এসে পৌঁছয় টি২০ বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দল ৷ রোহিতরা দেশে পৌঁছতেই শুরু হয়েছে সেলিব্রেশন ৷ অনেকটা বড় যাত্রা করে এলেও জেট ল্যাগ কাটানোর এখনই উপায় নেই টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের ৷ কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার পাশাপাশি বৃহস্পতিবার একাধিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা রোহিতদের ৷ তবে এর […]
বৃষ্টিতে ভেস্তে গেল কলকাতা-রাজস্থানের ম্যাচ, লিগ টেবিলের শীর্ষেই রইল কেকেআর
বৃষ্টিতে ভেস্তে গেল কলকাতা-রাজস্থান ম্যাচ। রবিবার গুয়াহাটিতে লিগ পর্যায়ের শেষ ম্যাচ খেলা হল না শ্রেয়স আইয়ারদের। এদিন বৃষ্টির জেরে বারবার পিছিয়ে যায় টস। শেষ পর্যন্ত রাত ১০টা ১৫ নাগাদ টস হয়। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় কলকাতা। যদিও আরেক দফায় বৃষ্টি শুরু হলে ম্যাচ অফিসিয়ালরা পয়েন্ট ভাগাভাগির সিদ্ধান্ত নেন। এর ফলে লিগ টেবিলে […]
চেন্নাই সুপার কিংসকে ৩৫ রানে হারালো গুজরাত টাইটান্স
গুজরাত টাইটান্স: ২৩১/৩ (শুভমান ১০৪, সুদর্শন ১০৩, তুষার ৩৩/২),চেন্নাই সুপার কিংস: ১৯৬/৮ (মিচেল ৬৩, মইন ৫৬, মোহিত ৩১/৩),৩৫ রানে ম্যাচ জিতল গুজরাত টাইটান্স। গুজরাতের কাছে হেরে প্লে অফের রাস্তা কঠিন চেন্নাই সুপার কিংস-এর। এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। গত আইপিএলেও ঠিক একই সিদ্ধান্ত নিয়েছিলেন ধোনি। কিন্তু এদিনের সিদ্ধান্ত […]