ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি সামরিক হামলা শুরু করেছে ইরান। বদলা নিতে ইজরায়েলে শ’য়ে শ’য়ে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ৷ ইজরায়েলের ঠিক কোথায় এই ক্ষেপণাস্ত্রগুলি আছড়ে পড়েছে, তা জানা নেই ৷ স্থানীয় সময় রবিবার ভোরে ইরান অতর্কিতে ইজরায়েলে আক্রমণ শানায় ৷ কয়েকশো ড্রোন, ব্য়ালিস্টিক মিসাইল এবং ক্রুজ মিসাইল ছোড়ে ইরান ৷ এদিন ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস একটি বিবৃতি জারি করে এই হামলার দায় স্বীকার করে নেয় ৷ তবে এই যুদ্ধ থেকে আমেরিকাকে দূরে থাকার সতর্কবাণীও দিয়েছে ইরান ৷ এক বিবৃতিতে ইরান জানিয়েছে, “আমেরিকার জঙ্গি সরকারকে সতর্ক করা হচ্ছে, তাদের কোনওরকম সাহায্য বা অংশগ্রহণের ফল যদি ইরানের স্বার্থবিরোধী হয়, তাহলে ইরানের সামরিক বাহিনীও তার জবাব দেবে ৷ এর জন্য কিন্তু আফশোস করতে হবে ৷” ছ’মাস আগে ইজরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধে যে আশঙ্কা করেছিল দুনিয়া, তাই যেন এবার সত্যি হতে চলেছে ৷ দুই দেশের সংঘাত এবার মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷ ইরান-ইজরায়েলের শত্রুতার সম্পর্ক কয়েক দশকের ৷ ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর এই প্রথম ইরান সরাসরি ইজরায়েলের উপর এমন সামরিক হামলা চালাল ৷ এই আকস্মিক হামলার তীব্র নিন্দা করেছে রাষ্ট্রসংঘ এবং বিশ্বের অন্য দেশগুলি ৷ ফ্রান্স জানিয়েছে, ইরানের এই আক্রমণের ফলে সামরিক যুদ্ধের সম্ভাবনা বেড়ে গেল ৷ ব্রিটেন এই হামলাকে বেপরোয়া বলে উল্লেখ করেছে এবং জার্মানি ইরান-সহ তার সহযোগীদের এখুনি হামলা বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে ৷ গত বছরের অক্টোবরে পবিত্র সাবাথের ভোরে হামাস আচমকা ইজরায়েলে হামলা চালায় ৷ তাতে ১২০০ জনের মৃত্যু হয় ৷ বহু নাগরিককে অপহরণ করে বন্দি বানায় হামাস ও ইরান সমর্থিত ইসলামিক জিহাদ ৷ এরপরই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু গাজায় পালটা যুদ্ধ ঘোষণা করেন ৷ এরপর থেকেই ইরানের সঙ্গে ইজরায়েলের তিক্ত সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে ৷
Related Posts
ফ্রান্সের নিউ ক্যালেডোনিয়ায় জরুরি অবস্থা জারি, নিহত ৪ জন, গ্রেফতার ২০০
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ নিউ ক্যালেডোনিয়ায় দাঙ্গা রোধে জরুরি অবস্থা জারি করেছেন। আন্দোলনকারীরা স্কুলসহ অসংখ্য বাড়ি জ্বালিয়ে দিয়েছে। বুধবার, দেশের হাইকমিশন জানিয়েছে, দাঙ্গায় ৬৪ জন পুলিশ আধিকারিক আহত হয়েছেন। চারজন নিহত হয়েছেন। দাঙ্গা রোধে ২০০-এর বেশি আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়েছে।
অস্ট্রিয়ার চ্যান্সেলারের সঙ্গে নৈশভোজ প্রধানমন্ত্রী মোদির
মস্কো সফর সেরে অস্ট্রিয়া পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ভিয়েনায় পৌঁছে সেদেশের চ্যান্সেলার কার্ল নেহামারের সঙ্গে সারলেন নৈশভোজ ৷ ছবিও তুললেন কার্লের সঙ্গে ৷ এক্স হ্যান্ডেলের পোস্টে লিখলেন, “উষ্ণ অভ্যর্থনার জন্য চ্যান্সেলারকে ধন্যবাদ ৷ আগামীকালের আলোচনার জন্য অপেক্ষা করছি ৷ ভবিষ্য়তে বিশ্বের উন্নতি স্বার্থে দুই দেশ এভাবেই একসঙ্গে চলবে ৷” এই সফরের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ […]
বাংলাদেশ জুড়ে সংখ্যালঘুদের ওপর হামলা অব্যাহত, ঘরে ঢুকে কুপিয়ে খুন হিন্দু শিক্ষককে
হিন্দুদের ওপর হামলার ঘটনা জারি থাকল বাংলাদেশে। মঙ্গলে দেশের বিভিন্ন জায়গায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও বহু জেলাতে নির্দিষ্ট ভাবে সংখ্যালঘুদের ওপরে হামলা চালানো হয়েছে। খুন করা হয়েছে এক হিন্দু শিক্ষককে। রিপোর্ট অনুযায়ী, বাগেরহাটে ঘরে ঢুকে এক প্রাক্তন স্কুলশিক্ষককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। মৃত শিক্ষকের নাম মৃণালকান্তি চট্টোপাধ্যায়। ঘটনায় তাঁর স্ত্রী শেফালি এবং মেয়ে […]