জাতীয় মহাকাশ দিবসে বিজ্ঞানীদের প্রশংসা প্রধানমন্ত্রীর

ভারতীয় মহাকাশ গবেষণার সেই ঐতিহাসিক দিন ৷ গতবছর অর্থাৎ, ২০২৩ সালের ২৩ অগস্ট চাঁদের দক্ষিণ মেরুর মাটি স্পর্শ করেছিল চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম ৷ ঐতিহাসিক এই দিনটিকে প্রথমবার জাতীয় মহাকাশ দিবস হিসেবে পালন করা হচ্ছে ৷ সেই উপলক্ষে সকল ভারতবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ অন্যদিকে, ভারতীয় মহাকাশ বিজ্ঞানের সাফল্যের জন্য প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসা করলেন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ ৷ প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, “প্রথম জাতীয় মহাকাশ দিবসে সবাইকে অভিনন্দন ৷ মহাকাশ গবেষণায় আমাদের জাতীয় কৃতিত্বকে অত্যন্ত গর্বের সঙ্গে স্মরণ করছি ৷ আজকের দিনটি আমাদের মহাকাশ বিজ্ঞানীদের অবদানের প্রশংসার জন্য । এই সেক্টরের ভবিষ্য়ৎ উন্নতির জন্য আমাদের সরকার একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ৷ এমনকি আগামীতে যত সময় এগোবে, আমরা আরও বেশি করে মহাকাশ বিজ্ঞান নিয়ে কাজ করব ৷”

error: Content is protected !!