মহারাষ্ট্রের নান্দেড়ে আয়কর দপ্তরের অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণ টাকা । উদ্ধার হয়েছে কেজি কেজি সোনা। আয়কর দপ্তর সূত্রে খবর, নান্দেড়ে ভান্ডারী পরিবারের বেসরকারি বিনিয়োগের ব্যবসা রয়েছে। সেই ব্যবসায় কর ফাঁকির অভিযোগ ছিল। সেই সূত্রেই পুনে, নাসিক, নাগপুর, সহ মহারাষ্ট্রের ছ’জেলায় শতাধিক আয়কর আধিকারিক মিলে তল্লাশি চালানো হয়। জানা গিয়েছে, নান্দেড়ে ভান্ডারীদের থেকে ১৭০ কোটি টাকার হিসাব-বহির্ভূত সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। তাতে রয়েছে ১৪ কোটি নগদ টাকা। এ ছাড়া উদ্ধার হয়েছে ৮ কেজি সোনা এবং প্রচুর নথিপত্র। নথিগুলি যাচাই করে দেখছেন আয়কর কর্তারা। একশো জনেরও বেশি আয়কর আধিকারিক ২৫টি গাড়িতে করে নান্দেড়ে পৌঁছান। নান্দেড়ের আলি ভাই টাওয়ার নামের বিল্ডিংয়ে ভান্ডারী ফাইন্যান্স প্রাইভেট লিমিটেডের কার্যালয়ে গিয়ে তল্লাশি শুরু করে আয়কর দপ্তর। আগামীতেও তল্লাশি অভিযান চলবে বলে জানা গিয়েছে।
Related Posts
গুজরাতে ভূমিকম্প, রিখটার স্কেলে ৩.৪
বুধবার বিকেলে গুজরাতের সৌরাষ্ট্রে ভূমিকম্প অনুভূত হয়। গুজরাত রাজ্য বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মতে, সৌরাষ্ট্রের তালালা থেকে ১২ কিলোমিটার উত্তর-উত্তরপূর্বে ৩টে ১৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে এর তীব্রতা মাপা হয়েছে ৩.৪। আপাতত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর নেই। তবে ভূমিকম্পের কারণে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
উত্তরপ্রদেশের বারাবাঙ্কিতে স্কুল বাস উলটে মৃত ৬ পড়ুয়া, আহত ৩২
ভয়াবহ দুর্ঘটনা উত্তরপ্রদেশের বারাবাঙ্কিতে ৷ লখনউয়ের চিড়িয়াখানা থেকে ফেরার পথে বারাবাঙ্কি জেলার একটি বেসরকারি স্কুলের বাস উলটে অন্তত ৬ পড়ুয়ার মৃত্যু হয়েছে ৷ ঘটনায় গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছে কমপক্ষে ৩২ পড়ুয়ার ৷ দুর্ঘটনাটি ঘটেছে, জেলার দেবা থানা এলাকায় ৷ জানা গিয়েছে, দুর্ঘটনার সময় বাসের গতি অনেক বেশ ছিল ৷ বারাবাঙ্কি জেলার সুরতগঞ্জ কম্পোজিট […]
সংসদে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ ভেঙে পৃথক রাজ্যের দাবি জানালেন বিজেপি সাংসদ
পশ্চিমবঙ্গ ভেঙে পৃথক রাজ্যের দাবিতে সরব হলেন গ্রেটার নেতা তথা বিজেপির রাজ্যসভা সাংসদ অনন্ত মহারাজ। বুধবার সংসদে এই দাবি তোলেন তিনি। অনন্তের দাবি, পশ্চিমবঙ্গ ও অসমে কোচবিহারের অন্তর্ভুক্তি বেআইনি, অসাংবিধানিক। এই আবহে অমিত শাহের উদ্দেশে অনন্ত বলেন, ‘স্বাধীনতার পর কোচবিহারের মানুষের প্রতি যে অবিচার হয়েছে, তা যেন শোধরানো হয়।’ এদিকে বিজেপির অপর এক রাজ্যসভা সাংসদ […]