চেতলায় ব্যবসায়ীর বাড়িতে আয়কর হানা। উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা। টাকা গোনার কাজ এখনও চলছে বলে জানা গিয়েছে। আয়কর দপ্তর সূত্রে খবর, ওই ব্যবসায়ীর ছাতুর ব্যবসা রয়েছে। ব্যবসায়ীর আয়ের সঙ্গে ওই টাকার সঙ্গতি পাওয়া যায়নি বলেই আয়কর আধিকারিকদের দাবি। জানা গেছে ওই ব্যবসায়ীকে জেরা করে আরও এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালাচ্ছে আয়কর বিভাগ। আয়কর দপ্তর সূত্রে খবর, এখনও অবধি প্রায় ৫৬ লক্ষ টাকা উদ্ধার হয়েছে ওই ব্যবসায়ীর চেতলার অফিস কাম বাড়ি থেকে। ওই টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। গত দু’দিন ধরেই এই তল্লাশি চলছে বলে জানা গেছে। কিছুদিন আগে রাজ্যের মন্ত্রীর ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতেও অভিযান চালায় আইটি। দুই দিনের বেশি সময় ধরে তার বাড়িতে তল্লাশি চালায় তারা। তার আগে গত বছরের শেষের দিকে এক অভিজাত আবাসনেও এক ব্যবসায়ীর ফ্ল্যাটেও হানা দেন আইটির আধিকারিকরা। সব মিলিয়ে ভোটের আগে সক্রিয় হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
Related Posts
‘আমার বিরুদ্ধে অনুসন্ধান বন্ধ করুন’, শ্লীলতাহানি ইস্যুতে মুখ্যসচিবকে কড়া চিঠি রাজ্যপালের
শ্লীলতাহানি ইস্যুতে এবার মুখ্যসচিবকে চিঠি রাজ্যপালের। চিঠিতে তাঁর বিরুদ্ধে ইনকোয়ারি দ্রুত বন্ধ করার নির্দেশ রাজ্য়পালের। তাঁর বিরুদ্ধে পুলিশ যে ইনকোয়ারি চালাচ্ছে তা বেআইনি বলে চিঠিতে উল্লেখ রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। সূত্রের খবর, সংবিধানের ৩৬১ ধারা অনুযায়ী রাজ্যপালের রক্ষাকবচের কথা স্মরণ করিয়ে চিঠিতে দ্রুত অনুসন্ধান বন্ধ করার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। প্রসঙ্গত, রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ […]
চলতি সপ্তাহেই রুবি-বেলেঘাটা লাইনে মেট্রোর ট্রায়াল রান
কলকাতা মেট্রের অরেঞ্জ লাইনে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) পর্যন্ত ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পরিষেবা। যার ফলে ই এম বাইপাসের ওই অঞ্চলে যাতায়াত আরও সুবিধাজনক হয়েছে। তবে অরেঞ্জ লাইনের কাজ চলছে, এবং দ্রুত সেই কাজ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাও করছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। এবার অরেঞ্জ লাইনে এল আরও বড় আপডেট। মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ […]
বামফ্রন্ট সরকারের শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান
প্রয়াত বামফ্রন্ট সরকারের শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা ১১ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। আজ, বৃহস্পতিবার সকালে বুদ্ধদেবের মৃত্যুর খবর জানান তাঁর সন্তান সুচেতন ভট্টাচার্য। সকালে বুদ্ধদেব ভট্টাচার্য প্রাতঃরাশ করেছিলেন। তার পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। […]