ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগে আটক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ৷ ভোটের কাজে এসে এবার শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ উঠেছে এক ইন্দো টিবেটান বর্ডার পুলিশ (আইটিবিপি) জওয়ানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জাঙ্গিপাড়া থানার বিরালা এলাকায়। রবিবার রাতেই অভিযুক্ত আইটিবিপি জওয়ানকে পাকড়াও করেন গ্রামবাসীরা ৷ এরপর তাঁকে বেঁধে ব্যাপক মারধরও করে গ্রামবাসীরা। পুলিশ জানিয়েছে, রবিবার রাতে বিরালা হাই স্কুলের ভোট কেন্দ্রে ডিউটিতে ছিলেন চার আইটিবিপি জওয়ান। অভিযোগ তাদের মধ্যে নাগ রাজু নামে এক জওয়ান ওই গ্রামের এক মহিলার শ্লীলতাহানির চেষ্টা করেন। এরই পরই অভিযুক্ত জওয়ান ধরে ফেলে গ্রামবাসীরা ৷ তাঁকে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে ব্যাপক মারধরও করে গ্রামীবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় জাঙ্গিপাড়া থানার পুলিশ। ওই আইটিবিপি জওয়ানকে উদ্ধার করে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷ নির্দিষ্ট ধারায় অভিযোগ দায়ের করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে পুলিশ। পাশাপাশি বিরালা হাই স্কুলে ভোটের ডিউটিতে আসা বাকি তিন জন আইটিবিপি জওয়ানকেও সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে জাঙ্গিপাড়া থানার পুলিশ। অন্যদিকে গোটা ঘটনার নির্বাচন কমিশন দু’ঘণ্টার মধ্যে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে ৷
Related Posts
চোপড়ায় সালিশি সভায় যুবক-যুবতীকে ‘মার’!
বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে সালিশি সভা ডেকে যুবক-যুবতীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল বিধায়কের খাস লোকের বিরুদ্ধে ৷ মারধরের ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ সম্প্রতি ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকে ৷ এই ঘটনায় জড়িত মূল অভিযুক্ত চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের খাস লোক ৷ অভিযোগ, এই জেসিবি-র বিরুদ্ধে ইসলামপুর পুলিশ জেলার একাধিক থানায় […]
নদিয়ায় বিরোধী দলনেতাকে ঘিরে বিক্ষোভ, ‘চোর’ স্লোগান, মেজাজ হারিয়ে গ্রামবাসীদের জুতো দেখালেন শুভেন্দু অধিকারী
লোকসভা নির্বাচন মিটে গিয়েছে। ভরাডুবি হয়েছে বিজেপির। এখন কোণঠাসা অবস্থা বিরোধী দলনেতার। এই আবহে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আবার ‘চোর’ স্লোগান শুনতে হল। আর তার জেরে মেজাজ হারালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ, শুক্রবার নদিয়ার গাংনাপুরে স্থানীয় গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন শুভেন্দু। তাঁকে ঘিরে ওঠে ‘চোর’ স্লোগান। তখনই মেজাজ হারিয়ে গাড়ি থেকে নেমে ছুটে যান […]
রাজ্যে আরও ১০ লক্ষ চাকরি তৈরি আছে, ঘোষণা মুখ্যমন্ত্রীর
২২ এপ্রিল রায়গঞ্জে দু’দুটি সভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন রায়গঞ্জের সভায় ‘চাকরি বাতিল’ নিয়ে সরব মুখ্যমন্ত্রী। পাশাপাশি মুখ্যমন্ত্রীর ঘোষণা, ‘‘আরও ১০ লক্ষ চাকরি তৈরি আছে।’’ সোমবার রায়গঞ্জের সভায় মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আসলে এটা ২৬ হাজার শিক্ষকের চাকরি খাওয়া। আমিও লড়ে যাব। আমরা সবাই আপনাদের পাশে আছি। এটা ওই বিজেপির হাতে দাঁড়ানো জজের কীর্তি।’’ এসএসসি মামলায় আজই […]