কাশ্মীরে জোড়া জঙ্গি হামলায় মৃত ১, গুরুতর আহত রাজস্থানের দম্পতি

লোকসভা ভোটের একদিন আগে ফের কাশ্মীরে সন্ত্রাস। অনন্তনাগে রাজস্থানের এক দম্পতিকে লক্ষ্য করে গুলি চালাল জঙ্গিরা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি অন্যজন। পাশাপাশি জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে এক প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে গুলি করে খুন করল জঙ্গিরা। ভোটের আগে এই জঙ্গি হামলার ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে ভোটারদের নিরাপত্তা নিয়ে।জানা যাচ্ছে, মৃত ব্যক্তির নাম আজিজ আহমেদ শেখ। তিনি কাশ্মীরের সোপিয়ান জেলার হুরপুরা গ্রামের প্রাক্তন পঞ্চায়েত প্রধান। শনিবার রাতে তাঁর উপর হামলা চালায় জঙ্গিরা। তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তাঁর। 

error: Content is protected !!