লাগাতার ভূমিধসের জেরে এলাকার একাংশ ভেঙে পড়েছে। ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্থ এলাকার বহু বাড়ি, গুরুত্বপূর্ণ রাস্তা। উপড়ে গয়েছে বিদ্যুতের খুঁটি। বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ সংযোগ, যোগাযোগ ব্যবস্থা। বিপন্ন রোজকার জীবন। একাধিক বাড়ি ও রাস্তায় বিপজ্জনক ফাটল ধরেছে। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় পেরনোট গ্রামে বাড়ি ও রাস্তাঘাটে ফাটল দেখা দিতে শুরু করে। ক্রমে সেই ফাটল ভূমিধসের চেহারা নেয়। ঘরবাড়ি খুইয়ে ৫০০-এর বেশি মানুষ সর্বশান্ত হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভয়ঙ্কর ভূমিধসের কারণে জম্মু কাশ্মীরের রামবান জেলার অন্ততপক্ষে ৫৮টি বাড়ি ভেঙে পড়েছে। ঘর ছাড়া হয়েছে পাঁচশো-র বেশি স্থানীয়। গুরুত্বপূর্ণ রাস্তা, চারটি বিদ্যুতের খুঁটি সহ, বিদুতের অফিস ক্ষতিগ্রস্থ হয়েছে। স্থানীয়দের ইতিমধ্যেই প্রশাসনের তরফে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারের কাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। পেরনোট এলাকার আকস্মিক ভূমিধসের জেরে ক্ষতিগ্রস্থদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে ত্রাণ শিবিরে। খাবার থেকে শুরু করে স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে প্রয়োজনীয় সমস্ত কিছুই। চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। এছাড়া প্রায় ৩৫০ জন ক্ষতিগ্রস্তের পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানা যাচ্ছে।
Related Posts
আহতদের দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, ‘ভোলে বাবা’কে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ
হাথরসে পদপিষ্ট হওয়ার ঘটনায় মূল অভিযুক্ত সৎসঙ্গের ভোলে বাবা নারায়ণ হরিকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ ডিজিপিকে তাঁর কড়া নির্দেশ, অবিলম্বে খুঁজে বের করতে হবে পলাতক সাধুকে ৷ শোনা যাচ্ছে, তিনি হয়তো মইনপুরীর আশ্রমে লুকিয়ে রয়েছেন । ওই মর্মান্তিক দুর্ঘটনায় আহতদের সঙ্গে আজ দেখা করেন যোগী আদিত্যনাথ ৷শীর্ষ এক সরকারি আধিকারিক […]
এক দম্পতিকে বিএমডব্লিউ গাড়ি দিয়ে ধাক্কা দিলেন শিবসেনা নেতার ছেলে, মৃত ১
মহারাষ্ট্রের পুনেতে বিখ্যাত পোর্শে দুর্ঘটনার ঘটনার পর এবার মুম্বাইয়ে হিট অ্যান্ড রানের ঘটনা সামনে এসেছে। রবিবার (৭ জুলাই) সকালে মুম্বাইয়ের ওরলিতে একটি স্কুটি আরোহী এক দম্পতিকে একটি দ্রুতগামী BMW ধাক্কা দেয়। ঘটনাস্থল থেকে পালানোর সময় অভিযুক্তরা ৪৫ বছর বয়সী এক মহিলাকে গাড়িতে করে ১০০ মিটার টেনে নিয়ে যায়, যার ফলে তার মৃত্যু হয়। স্বামী আহত। […]
এবার ভাঙন বিজেপির প্রধান ক্ষেত্র রাম-জন্মভূমি অযোধ্যাতে
দেশের বিভিন্ন রাজ্যে বিজেপির অভ্যন্তরীণ কোন্দল, ক্ষোভ-বিক্ষোভ ধীরে ধীরে প্রকাশ্যে চলে আসছে। এমনই একটি গোষ্ঠী কোন্দলের খবর এসেছে দেশের রাজনীতিতে বিজেপির বিস্তারের প্রধান ক্ষেত্র রাম জন্মভূমি অযোধ্যা থেকেই। এই ঘটনায় প্রবল অস্বস্তিতে গেরুয়া শিবির। এই দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে ফৈজাবাদের প্রাক্তন সাংসদ লাল্লু সিং-এর এক সভাত্যাগের ঘটনায়। উত্তরপ্রদেশের বিধানসভা উপনির্বাচনের আগে দলের সদস্যপদ অভিযান শুরু করার […]