আজ জন্মদিন জনপ্রিয় সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়ের। জন্মদিনে স্ত্রী চন্দ্রাণী গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে তিনি পেয়েছেন দারুন উপহার। সারপ্রাইজ উপহার হিসেবে কুর্গে বেড়াতে নিয়ে এসেছেন স্ত্রী, চন্দ্রাণী। দু’দিন কাটিয়ে তারপর মুম্বই ফিরবেন বলে জানা জিৎ। জন্মদিনের স্পেশ্যাল খাওয়া দাওয়ায় থাকছে দক্ষিণী স্বাদ। সাউথ ইন্ডিয়ান খাবার দু’জনেরই বরাবরই পছন্দের। তাই সেই মেন্যুটি থাকছে জন্মদিনে।
Related Posts
স্বাধীনতা দিবস উদযাপন করলেন শাহরুখ খান
স্বাধীনতা দিবস উদযাপন করলেন বলিউড ‘বাদশা’ শাহরুখ খান। এই দিনে দেশপ্রেমের বার্তা দিয়েছেন বলি তারকারাও। অক্ষয় কুমার, কঙ্গনা রানাওয়াত, সানি দেওল থেকে অনুপম খের সকলেই সোশ্যাল মিডিয়াতে দেশমাতৃকার প্রতি আন্তরিক শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেছেন। আর কিং খান শাহরুখ বরাবরই দেশপ্রেমী, তাই তাই স্বাধীনতা দিবস উদযাপন করবেন না তাও কি হয়! সোশ্যাল মিডিয়াতে শাহরুখ যে ছবি […]
আবারও ডন হতে প্রস্তুত কিং খান!
ফের একবার ডন রূপে পর্দায় আধিপত্য বিস্তার করতে প্রস্তুত শাহরুখ খান। তবে তিনি এই চরিত্রে অভিনয় করবেন ফারহান আখতারের ‘ডন’ ফ্র্যাঞ্চাইসিতে নয়, অন্য একটি ছবিতে। সূত্রের খবর, মেয়ে সুহানা খানের ছবিতে একজন ডনের ভূমিকায় দেখা যাবে শাহরুখ খানকে। ছবিতে গ্রে শেড চরিত্রে অভিনয় করবেন বলিউড বাদশাহ। শোনা যাচ্ছে, সুজয় ঘোষের একটি ছবিতে একসঙ্গে কাজ করছেন […]
মুম্বাইয়ের বান্দ্রায় সলমান খানের বাড়ির সামনে চলল গুলি
সাতসকালেই ভয়ঙ্কর খবর। মুম্বাইয়ের বান্দ্রায় বলিউড অভিনেতা সলমান খানের বাড়ির বাইরে গুলি চালানো হয়েছে বলে জানা গিয়েছে। খবরে বলা হয়েছে, রবিবার ভোর ৫টায় সলমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। তবে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলেও জানা গিয়েছে। জানা গিয়েছে যে এই গুলি চালানোর ঘটনায় কেউ হতাহত হয়নি। মুম্বই […]