জন্মদিনে স্ত্রী’র থেকে বিশেষ উপহার পেলেন জিৎ গঙ্গোপাধ্যায়

আজ জন্মদিন জনপ্রিয় সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়ের। জন্মদিনে স্ত্রী চন্দ্রাণী গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে তিনি পেয়েছেন দারুন উপহার। সারপ্রাইজ উপহার হিসেবে কুর্গে বেড়াতে নিয়ে এসেছেন স্ত্রী, চন্দ্রাণী। দু’দিন কাটিয়ে তারপর মুম্বই ফিরবেন বলে জানা জিৎ। জন্মদিনের স্পেশ্যাল খাওয়া দাওয়ায় থাকছে দক্ষিণী স্বাদ। সাউথ ইন্ডিয়ান খাবার দু’জনেরই বরাবরই পছন্দের। তাই সেই মেন্যুটি থাকছে জন্মদিনে।

error: Content is protected !!