প্রয়াত ঝাড়গ্রামের প্রাক্তন বিজেপি সাংসদ কুনার হেমব্রম

প্রয়াত ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রাক্তন বিজেপি সাংসদ কুনার হেমব্রম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে ভুগছিলেন তিনি। শনিবার সকালে কলকাতার এসএসকেএম হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া। জানা গিয়েছে, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত রবিবার ঝাড়গ্রাম হাসপাতালে প্রাক্তন সাংসদকে ভর্তি করানো হয়। অবস্থার আরও অবনতি ঘটলে গত বৃহস্পতিবার তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শেষ তিনদিন সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। শনিবার সকালে তিনি প্রয়াত হন।

error: Content is protected !!