নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী আল কায়েদার স্লিপার সেল গ্রেফতার করল পুলিশ ৷ ঝাড়খণ্ড পুলিশের অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (এটিএস) সূত্রে খবর, ঝাড়খণ্ডের লোহারদাগা-সহ ১৪টি এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়েছে ৷ তাতে এই আল কায়েদা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের স্লিপার সেল ধরা পড়েছে ৷ ঝাড়খণ্ড পুলিশের কাছে খবর ছিল, রাজ্যে আল কায়েদা জঙ্গির স্লিপার সেল এবং ১২ জন জঙ্গি রয়েছে ৷ তারপরই তৎপর হয় ঝাড়খণ্ড পুলিশ ৷ জঙ্গি দমন শাখা তল্লাশি অভিযান চালিয়ে ৭ জন জঙ্গিকে গ্রেফতার করে ৷ ঝাড়খণ্ডের রাঁচি, লোহারদাগা, গোড্ডা, হাজারিবাগ-সমেত ১৪টি জায়গায় একসঙ্গে তল্লাশি চালানো হয় ৷সূত্রের খবর, এই তল্লাশি অভিযানে জঙ্গিদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করেছে ঝাড়খণ্ডের এটিএস ৷ তাদের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রগুলি একে-৪৭-এর মতো ৷ কিন্তু সেগুলি যথার্থই একে-৪৭ কি না, তা নিশ্চিত জানা যায়নি ৷ঝাড়খণ্ডে আল কায়েদার একটি বড় নেটওয়ার্ক তৈরি হচ্ছে ৷ এই খবর পুলিশ ও গোয়েন্দা বিভাগের কাছে আসতেই পুলিশের উচ্চস্তরীয় আধিকারিকদের যৌথ দল বুধবার গভীর রাতে বৈঠক করে ৷ এরপরই ঝাড়খণ্ড পুলিশের অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড তল্লাশি অভিযান চালায় ৷ এরপর এই আল কায়েদার স্লিপার সেল গ্রেফতার করে, যা বড়সড়ো সাফল্য বলেই মনে করছে পুলিশ ৷ লোহারদাগার কুডু থানা এলাকায় তল্লাশি চালায় এটিএস ৷ এখান থেকে এক জঙ্গিকে গ্রেফতার করে পুলিশ ৷ তার কাছে দু’টি অস্ত্র পাওয়া গিয়েছে ৷ সাব-ডিভিশনাল পুলিশ আধিকারিক শ্রদ্ধা কেরকট্টা এই বিষয়টি নিশ্চিত করেছেন ৷ এসডিপিও জানিয়েছেন, এটিএস দল হেনজালা থেকে এক জঙ্গিকে গ্রেফতার করেছে ৷ এর বেশি কোনও তথ্য দিতে চায়নি পুলিশ ৷
Related Posts
শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আসনা, গুজরাত উপকূল এলাকা থেকে সরানো হল স্থানীয়দের
কয়েকদিনের টানা বৃষ্টিতে গুজরাতে জন জীবন বিপন্ন। জলের তলায় ভাসছে ভাদোদরা, জামনগর সহ বিস্তীর্ণ এলাকা। বিশ্বামিত্রী নদীর জল বিপদসীমা ছাড়িয়ে যাওয়ায় বন্যা পরিস্থিতি শহরের বিভিন্ন এলাকায়। শুরু তাই নয় নদীর কুমির জমা জলে চড়ে বেরাচ্ছে। আবার কখনও বাড়ির ছাড়ে তো এখনও বাড়ির উঠোনে এসে উপস্থিত হচ্ছে বিশালাকার সরীসৃপ জীব। ভাদোদরায় কুমিরের উৎপাতের নানা ভিডিয়ো উঠে […]
রাজ্যগুলিতে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, আরজিকর-কাণ্ডের আবহে লালকেল্লা থেকে বার্তা প্রধানমন্ত্রীর
আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। আরজিকরের ইমাজেন্সিতে হামলাও হয়েছে। গতকাল রাতজেগে ওই খুনের ঘটনার প্রতিবাদ করেছেন মানুষজন। এরকম এক পরিস্থিতিতে দেশের মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্যগুলিকে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী আজ লাল্লকেল্লা থেকে দেওয়া ভাষণে বলেন, মহিলাদের প্রতি যে অত্যাচার হচ্ছে তাতে মানুষের আক্রোশ বাড়ছে। এটা বুঝতে পারি। […]
‘স্পিকার নির্বাচন নিয়ে একতরফা ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে’, কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ অভিষেকের
লোকসভার স্পিকার নির্বাচন নিয়ে কংগ্রেস যে সিদ্ধান্ত নিয়েছে সেটা তাদের একার সিদ্ধান্ত। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তারা কোনওরকম আলোচনা করেনি বলে সাফ জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, মঙ্গলবার সাংসদ পদে শপথ গ্রহণের জন্য লোকসভায় আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এসব কাটিয়েই চিকিৎসার জন্য বিদেশে রওনা হবেন তিনি। […]