প্রকাশ্যে এল ‘জোকার: ফোলি এ ডিউক্স’-এর ট্রেলার

জোয়াকিন ফিনিক্স এবং লেডি গাগা অভিনীত ‘জোকার: ফোলি এ ডিউক্স’-এর ট্রেলার প্রকাশ করলেন নির্মাতারা। টড ফিলিপসের ২০১৯ সাইকোলজিক্যাল থ্রিলারের সিক্যুয়েল এই ছবি, যা চলতি বছরের শেষের দিকে মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে৷ জোয়াকিন ফিনিক্সের চরিত্র আর্থার ফ্লেক ওরফে দ্য জোকারের চরিত্রে ফিরে আসবেন, লেডি গাগাকে হারলে কুইন চরিত্রে দেখতে পাওয়া যাবে। পাশাপাশি ‘জোকার: ফোলি এ ডিউক্স’-এ রয়েছেন ব্রেন্ডন গ্লিসন, ক্যাথরিন কিনার, জ্যাকব লোফল্যান্ড এবং হ্যারি লোটে। ছবিটি লিখেছেন টড ফোলিপস এবং স্কট সিলভার, সঙ্গীত পরিচালনা করেছেন হিলদুর গুওনাদোত্তির। ট্রেলার শুরু হয় আর্থার জেলে আর্থার ফ্লেকেক সময় কাটানো দিয়ে। তারপরে সে হারলির সঙ্গে দেখা করে, তারপরই তাঁদের সম্পর্কের দৃঢ়তা বাড়তে শুরু করে। ট্রেলারে আর্থারেরর চরিত্র আরও প্রকাশ করেন যে তিনি হারলির দিকে তাকিয়ে আছেন কারণ তিনি তাঁর তুলনায় জীবনে আরও বেশি অর্জন করেছেন।হার্লিও আর্থারকে জেল থেকে পালাতে রাজি করান। তারপরে তাঁরা একে অপরের উন্মাদনার যাত্রায় একসঙ্গে পথ চলা শুরু করেন। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৪ অক্টোবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!