মেদিনীপুরে জিতলেন জুন মালিয়া। প্রথম থেকেই মেদিনীপুরের মাটি কামড়ে ছিলেন তিনি। ফলও মিলল হাতে হাতে। তবে প্রবল প্রতিপক্ষ বিজেপির অগ্নিমিত্রা পল তাঁকে একসময় সমস্যায় ফেলে দিয়েছিলেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অগ্নিমিত্রাকে হারিয়ে জয় ছিনিয়ে নিলেন তৃণমূলের এই সৈনিক। নির্বাচনের দিন মনের সুখে আইসক্রিম খেতে দেখা গিয়েছিল জুন মালিয়াকে। তখনই বোঝা গিয়েছিল তিনি নিজের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী। ভোটের ফল ঘোষণার পরই এদিন চওড়া হাসি দেখা গেল জুন মালিয়ার মুখে। জয়ের পর তিনি বলেন, এই জয় মানুষের জয়। রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল সরকার যে উন্নতির ধারা বজায় রেখেছে এই জয় তার ফলেই সম্ভব হয়েছে। বিজেপি যেভাবে রাজ্যের উন্নয়নের বিরুদ্ধে কুৎসা ছড়িয়েছে তার বিরুদ্ধে রাজ্যবাসী জবাব দিয়েছে। মেদিনীপুরের উন্নতিতে তিনি আগামীদিনে আরও কাজ করবেন বলে জানান জুন মালিয়া।
Related Posts
সুন্দরবনে চোরাশিকারীদের গুলিতে বনকর্মীর মৃত্যু
সুন্দরবনে চোরাশিকারীদের গুলিতে প্রাণ হারালেন বনকর্মী অমলেন্দু হালদার। এই ব্যক্তি রায়দিঘির বাসিন্দা ছিলেন। শনিবার সন্ধেয় বোট নিয়ে টহল দিতে বেরিয়েছিলেন। সে সময় বনকর্মীকে লক্ষ্য করে গুলি চালায় চোরাশিকারীরা। পুলিশ সূত্রে খবর, গতকাল সন্ধেয় সুন্দরবনের বিদ্যা রেঞ্জে অফিসের অধীনে নেতাধোপানি ক্যাম্প এলাকায় ঘটনাটি ঘটেছে। বোটে নিহত বনকর্মীর সঙ্গে ছিলেন আরও ৩জন কর্মী ও বোটের ২ কর্মী। […]
বাংলাজুড়ে বন্যা পরিস্থিতি, জেলাশাসকদের ছুটি বাতিল, জরুরি বৈঠক নবান্নে
নাগাড়ে তিনদিন ধরে বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে। কলকাতা–সহ জেলাজুড়ে লাগাতার বৃষ্টি চলছে। তার জেরে একাধিক জেলায় পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়েছে। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে একাধিক জেলায়। এই আবহে জেলাশাসকদের ছুটি বাতিল করার নির্দেশ দিলেন মুখ্যসচিব। সতর্ক থাকার পাশাপাশি এমন পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নবান্ন। আজ, শনিবার দুপুরে জেলাশাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসছেন মুখ্যসচিব। আজ একটি ছবি সোশ্যাল […]
রবিবারই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘রিমল’!
আগামী রবিবারই অতি শক্তশালী ঘূর্ণিঝড় ‘রিমল’-র ল্যান্ডফলের বা আছড়ে পড়ার সম্ভাবনা। ওড়িশা থেকে বাংলাদেশের মধ্যে ঝড়ের অভিমুখ হতে পারে। ভারতের মৌসম ভবন নিশ্চিত করে না জানালেও বিশ্বের মডেলগুলি সেই ইঙ্গিত দিচ্ছে অভিমুখ হওয়ার সম্ভাবনা বাংলাদেশের উপকূলে। ভারতের মৌসম ভবন জানাচ্ছে, দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্নাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ উত্তর-পূর্ব দিকে এগিয়ে মধ্য […]