১৫ জুন থেকে তিন মাসের জন্য ডুয়ার্সের জঙ্গলগুলিতে বন্ধ হচ্ছে জঙ্গল সাফারি। ১৫ সেপ্টেম্বর ফের জঙ্গল খুলে যাবে। রবিবার একথা জানিয়েছেন গোরুমারা উদ্যানের বুধুরাম বিটের বিট অফিসার সুরজিৎ ওরাওঁ। বনদপ্তর জানিয়েছে, বর্ষার মরশুম শুরু হচ্ছে। এই সময় বন্য-জন্তুদের প্রজননের সময়। তাই প্রতি বছরই এই সময় জঙ্গলে সাধারণের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। সুরজিৎ ওরাওঁ বলেন, এই সময় জঙ্গল সাফারি বন্ধ করে দেওয়ার প্রাকৃতিক নানা কারণ রয়েছে। তিন মাস ডুয়ার্সের সমস্ত জঙ্গল বন্ধ থাকে। তবে পর্যটকদের সংখ্যা দুর্গাপুজোর সময় থেকে বাড়তে থাকে। জানুয়ারি মাসেও প্রচুর পর্যটক আসে। তবে বর্ষার মরশুমে জঙ্গলে নানা সমস্যা হতে পারে। এছাড়া বন্যপ্রাণীদের প্রজননের সময়। সে কারণেই সাফারি বন্ধ করে দেওয়া হয়।
Related Posts
পায়রাডাঙায় মাঝরাতে বিজেপি কর্মীর বাড়িতে ‘হামলা’, নিয়ে রিপোর্ট তলব কমিশনের
রানাঘাট দক্ষিণ বিধানসভার পায়রাডাঙ্গা পঞ্চায়েতের ২ নম্বর প্রীতিনগর এলাকায় মঙ্গলবার মাঝরাতে বিজেপির পঞ্চায়েতের সদস্যের বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, পঞ্চায়েত সদস্য অমল বিশ্বাস ও গোলক মণ্ডলের বাড়িতে ঢুকে হামলা চালায় ৩০ জন দুষ্কৃতী। পরপর দুটি বাড়িতে ঢুকে ভাঙচুর চালানো হয়। হামলায় আহত হয় বাড়ির এক নাবালিকা সদস্য। আজ, বুধবার সকাল থেকেই […]
ভোট শুরুর আগেই কুলতলিতে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ, পুকুরের জলে গেল ইভিএম
ভোট শুরুর আগেই অশান্তি দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে৷ সূত্রের খবর, ভোট শুরু হওয়ার মাত্র ২০ মিনিট আগেই জয়নগর লোকসভার কুলতলিতে মারাত্মক কাণ্ড। ইভিএম, ভিভিপ্যাট ফেলা হল পুকুরের জলে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে গাড়ির সামনে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ দেখান গ্রামবাসী। বিজেপির অভিযোগ, সমস্ত ঘটনার পিছনে দায়ী স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷ ইভিএম পুকুরে ফেলার ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করে […]
ভগবানগোলা উপনির্বাচনে জয়ী তৃণমূলের রেয়াত হোসেন সরকার, বরাহনগরে এগিয়ে সায়ন্তিকা ব্যানার্জি
লোকসভা ভোটের গণনা চলছে। বাংলায় সবুজ ঝড়ের ইঙ্গিত। এরই মধ্যে ভগবানগোলা উপনির্বাচনে জয়ী হলেন তৃণমূলের রেয়াত হোসেন সরকার। ১৮ রাউন্ডের গণনা শেষে তাঁর প্রাপ্ত ভোট ১,০৭,০১৮। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অঞ্জু বেগম পেয়েছেন ৯১,৪০৩ ভোট। জয়ের ব্যাবধান ১৫,৬১৫। বিজেপি প্রার্থী ভাস্কর সরকার পেয়েছেন ১৭২৬৫ ভোট। এছানড়া উপনির্বাচন হয়েছে বরানগরেও। সেখানে তৃণমূলের সায়ন্তিকা ব্যানার্জির সঙ্গে লড়াই […]