পুজোর মুখে বন্ধ হয়ে গেল উত্তর ২৪ পরগনার কাকিনাড়ার একটি জুট মিল। তারফলে কর্মহীন হয়ে পড়লেন কারখানার প্রায় তিন হাজার স্থায়ী অস্থায়ী শ্রমিক। শ্রমিক-মালিক অসন্তোষের জেরে কাকিনাড়ার নফর চাঁদ জুট মিলে উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পুজোর মুখে কর্মহীন হয়ে পড়ায় দিশেহারা শ্রমিকরা। আজ শনিবার মিলের ভিতরে শ্রমিক-মালিক অসন্তোষের চরম বিশৃঙ্খলা তৈরি হয়। তারপরে উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিয়ে কর্তৃপক্ষ। অভিযোগ, শ্রমিকদের নতুন বিভাগে স্থানান্তরিত করা হচ্ছে। যারফলে পুরানো বিভাগ থেকে নতুন বিভাগে গিয়ে তারা কাজ করতে পারছেন না। এনিয়ে কর্তৃপক্ষকে জানাতে গেলেই রিজাইন দিয়ে বাড়ি চলে যেতে বলছেন তারা। পাশাপাশি আগামী ২ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত মিল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই দুটি ইস্যু নিয়ে শনিবার শ্রমিকরা ক্ষোভে ফেটে পড়েন। বিক্ষোভকারী এক শ্রমিককে গালিগালাজ করার অভিযোগও উঠেছে সাহেবের বিরুদ্ধে। এরপর ক্ষুব্ধ শ্রমিকরা কাজ বন্ধ রেখে মিলের ভেতরে এবং অফিসের বাইরে দাঁড়িয়ে থাকা একাধিক গড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। উত্তেজনার খবর পেয়ে সেখানে পৌঁছয় ভাটপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী। বিকাশ রাও নামে এক শ্রমিকের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে যে বিভাগে কাজ করছিলেন সেখান থেকে তাকে অন্য বিভাগে পাঠানো হয়। সেখানে কাজ একেবারে নতুন হওয়ায় তিনি ঠিকমতো পারছিলেন না। সেই কারণে তাকে বসিয়ে দেওয়া হয়। কিন্তু পুজোর মুখে কাজ চাইতে গেলে কারখানা কর্তৃপক্ষ তার সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ। তাকে গালিগালাজ করার পাশাপাশি ধাক্কাধাক্কি করা হয়। তাতেই এ দিন ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। কারখানায় বিক্ষোভের পর এদিন শ্রমিকরা ভাটপাড়া থানায় যান সাহেবের বিরুদ্ধে অভিযোগ জানাতে।
Related Posts
রক্তদান করে মনোনয়ন জমা দিলেন দেব, দিলেন ‘যত ভোট, তত গাছ’-এর স্লোগান
মনোনয়ন জমা দিয়ে যাওয়ার আগে ঘাটাল মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তদান করে তারপর মনোনয়ন জমা দিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী তথা তারকা দেব। তার পরে দেব বললেন, ‘‘মন্দির-মসজিদে আমি পরেও যেতে পারব। কিন্তু এই বিশেষ দিনে আমি চেয়েছিলাম সচেতনতার বার্তা দিতে।’’ তাঁর কথায়, ‘‘আমি ঘাটাল মহকুমা হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান। আমি জেনেছি, এই প্রবল গরমে ব্লাড […]
বেলুড়ে গঙ্গার উথাল-পাথাল ঢেউ, প্রাণভয়ে চিৎকার যাত্রীদের, ভাইরাল ভিডিও
বেলুড়ে রুদ্রমূর্তি গঙ্গার। উথাল-পাথাল যাত্রীবাহী লঞ্চের। প্রাণভয়ে চিৎকার যাত্রীদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো সেই ছবি। গত মঙ্গলবারের ঘটনা। কোনওমতে প্রাণে বেঁচে ফিরেছেন যাত্রীরা। বেলুড় থেকে দক্ষিণেশ্বর যাওয়ার লঞ্চ ছেড়েছিল। কিছুক্ষণ চলার পরই হঠাৎ গঙ্গায় জলের প্রবল ঢেউয়ে উথাল-পাতাল শুরু হয়। ওই সময় লঞ্চে ঠাসা যাত্রী ছিল। আতঙ্কে যাত্রীরা ছুটোছুটি শুরু করেন। হুড়োহুড়ি পড়ে যায়। পরিস্থিতি ক্রমেই […]
রাজ্যে ফের ইডি হানা, উত্তর ২৪ পরগনার নিউ-ব্যারাকপুরে টানা তল্লাশি
উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুরে অর্থলগ্নি সংস্থার এক প্রাক্তন কর্মীর বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হানা দিল। বুধবার সকাল সাড়ে ৭টা নাগাদ ED-র ৫ সদস্যের একটি দল নিউ ব্যারাকপুরের ১৭৫ মেইন রোডে ওয়েস্ট সারদা অ্যাপার্টমেন্টের বি-ব্লকে ওই কর্মীর বাড়িতে হানা দেয় বলে খবর মিলেছে। জানা গিয়েছে, ওই ব্যক্তি স্ত্রী পুত্র পরিবার নিয়ে নিউ ব্যারাকপুরের ওই অ্যাপার্টমেন্টে থাকেন। […]