এবারও জামিন পেলেন না কে কবিতা। আবগারী দুর্নীতি মামলায় এবার আগামী ২০ মে পর্যন্ত বিআরএস নেত্রী কে কবিতার জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ইডির তরফে ষষ্ঠ চার্জশিট পেশের পর আবগারী দুর্নীতি মামলায় এবারও জামিন অধরা রইল কবিতার। প্রসঙ্গত আর্থিক তছরূপ মামলায় গত শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একটানা ২০০ পাতার একটি চার্জশিট পেশ করে আদালতে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পেশ করা ওই চার্জশিটের প্রেক্ষিতে মঙ্গলবার ফের দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের তরফে তেলাঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যার জামিন নতুন করে বাতিল করা হয়।
Related Posts
প্রজ্বল রেভান্নর বিরুদ্ধে এবার জারি হল লুক আউট নোটিস
জনতা দল সেকুলার সাংসদ প্রজ্বল রেভান্নর বিরুদ্ধে এবার লুক আউট নোটিস জারি করা হল। তাঁর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে। কর্ণাটকের মন্ত্রী জি পরমেশ্বর জানিয়েছেন, রেভান্নকে বিশেষ তদন্তকারী সংস্থার সামনে উপস্থিত হতে হবে। নাহলে তাঁকে গ্রেপ্তার করা হবে। তদন্তকারী সিটের কাছে সাতদিনের সময় চেয়েছিলেন রেভান্ন। কিন্তু এই সময় তাঁকে দিতে অস্বীকার করেছে সিট। তেত্রিশ বছরের […]
অমিত শাহর পর মোদি, দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে বিজেপি সাংসদ অনন্ত মহারাজ
অমিত শাহর পর এবার নরেন্দ্র মোদি। শুক্রবার দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন রাজ্যসভার বিজেপি সাংসদ তথা সাম্প্রতিক রাজনৈতিক মহলের অন্যতম আলোচিত চরিত্র অনন্ত মহারাজ ওরফে নগেন রায়। নিজেই এই সাক্ষাতের কথা জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে মিনিট পনেরো কথাবার্তা হয়েছে তাঁর। তবে কী বিষয়ে আলোচনা, তা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি অনন্ত মহারাজ (Ananta Maharaj)। গত […]
অরুণাচল প্রদেশে ভয়াবহ ধস
অরুণাচল প্রদেশে ভয়াবহ ধস। অরুণাচলের দিবাং ভ্যালিতে ধসের জেরে আতঙ্ক ছড়ায়। তার জেরে চিন সীমান্তের সঙ্গে যোগাযোগকারী জাতীয় সড়কও ভেসে যায়। অরুণাচল প্রদেশে ধসের জেরে সাবধানতা জারি করে প্রশাসন। আগামী ৩ দিনের মধ্যে ওই জাতীয় সড়ক সারিয়ে তোলা হবে বলে জানানো হয়। অরুণাচল প্রদেশে ধস নামার জেরে যে ভিডিয়ো প্রকাশ্যে আসে, তা সোশ্যাল মিডিয়ায় হু […]