সুপারস্টার সুরিয়া শিবকুমারকে নতুন অবতার দেখে হইচই বলিপাড়ায়। প্রকাশ্যে এল “কাঙ্গুভা” ছবির প্রথম পোস্টার। পোস্টারে মুখোমুখি দাঁড়িয়ে থাকতে দেখা যায় দক্ষিণী সুপারস্টার সুরিয়া শিবকুমারকে। ট্রাইবাল পোশাক, বোহেমিয়ান হেয়ারস্টাইল, হাতে আনত তলোয়ার তাঁর। একদিকে জ্বলছে অরণ্য, অন্যদিকে কংক্রিটের শহর। ছবির শিরোনাম ! স্টুডিও গ্রিনস পোস্টারটি প্রকাশ্যে এনে ক্যাপশনে লেখেন, “যেখানে অতীত এবং বর্তমানের সংঘর্ষ হয়, সেখানে একটি নতুন ভবিষ্যত শুরু হয়..#কাঙ্গুভা..বিশ্বব্যাপী সিনেমায় 2024 সালে মুক্তি পাচ্ছে। #শুভ তামিল নববর্ষ”। সিরুথাই শিভা পরিচালিত এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিশা পাটানি, নটরাজন সুব্রামানিয়াম, জগপতি বাবু এবং যোগী বাবু।
Related Posts
প্রকাশ্যে এল ‘বুমেরাং’-এর ট্রেলার
প্রকাশ্যে এল বহু প্রতিক্ষীত ছবি ‘বুমেরাং’-এর ট্রেলার। শৌভিক কুণ্ডু পরিচালিত এই ছবি সায়েন্স ফিকশন কমেডি ঘরানার। ছবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এ.আই) এক অন্য মাত্রায় দেখিয়েছেন পরিচালক। ট্রেলারে উঠে এল ‘সুপারম্যান জিৎ’-এর ঝলক। এই ছবিতে জিতের চরিত্রের নাম সমর। শুধুমাত্র প্রযুক্তি আর বিজ্ঞানের আবিষ্কার তাঁর ধ্যান জ্ঞ্যান। রুক্মিণী মৈত্রকে দেখা গেল দ্বৈত চরিত্রে। একজন জিতের স্ত্রী আর […]
সাইকোলজিক্যাল থ্রিলারে শোলাঙ্কি
ইন্দুবালা ভাতের হোটেল’-এর পর নতুন ওয়েব সিরিজ আনছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। তাঁর আসন্ন এই সিরিজের নাম ‘বোকাবাক্সতে বন্দী’। সাইকোলজিক্যাল থ্রিলারের আঙ্গিকে এই সিরিজের মুখ্য ভূমিকায় থাকবেন শোলাঙ্কি রায়। শোলাঙ্কির বিপরীতে থাকবেন সৌম্য বন্দ্যোপাধ্যায়। নীল ভট্টাচার্যকেও দেখা যাবে এই সিরিজে। এক অভিনেত্রী যাঁর বড় হয়ে ওঠা সিরিয়ালের দুনিয়ার মধ্যেই। ছোট থেকেই অভিনয় তাঁর ধ্যান-জ্ঞান। কিন্তু বাস্তবে? […]
কান ফেস্টিভ্যালে দেখা যাবে ‘ভারত পর্ব’
১৪ মে থেকে ২৫ মে পর্যন্ত কান চলচ্চিত্র উৎসব শুরু হতে যাচ্ছে। এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে অংশ নেবেন দেশ-বিদেশের চলচ্চিত্র ব্যক্তিত্বরা। চলচ্চিত্র প্রদর্শন করা হবে। এ ছাড়া এবার ভারতের পক্ষ থেকে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এবার ‘ভারত পর্ব’ 77তম কান চলচ্চিত্র উৎসবে ভারত আয়োজিত হবে। ‘ভারত পর্ব’-এর মাধ্যমে, সারা বিশ্ব থেকে কান উৎসবে জড়ো […]