রাজ্যসভার সাংসদ এবং সিনিয়র অ্যাডভোকেট কপিল সিবাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের (এসসিবিএ) সভাপতি নির্বাচিত হয়েছেন, এই পদটি তিনি গত তিন দশকে তিনবার অধিষ্ঠিত হয়েছেন। ৭৫ বছর বয়সী প্রবীণ আইনজীবী, যিনি গত বছর বারে ৫০ বছর পূর্ণ করেছিলেন, তিনি SCBA-এর বর্তমান ভাইস প্রেসিডেন্ট প্রদীপ রাইকে পরাজিত করেছিলেন। সূত্র জানায়, ভোটার তালিকায় ২৮৫০ সদস্যের নির্বাচনে মোট ২৩৩০ জন অ্যাডভোকেট ভোট দিয়েছেন। জানা গেছে যে সিবাল ১০৬৬ ভোট পেয়েছিলেন, রাই পেয়েছেন ৬৮৯ ভোট এবং বর্তমান রাষ্ট্রপতি আদিশ আগরওয়ালা ৩০৭ভোট পেয়েছেন।
Related Posts
‘গ্রেফতারিতে ইডি আইন মানেনি’, ভুষণ স্টিলের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর নীরজ সিংহলকে জামিন দিল সুপ্রিমকোর্ট
ভুষণ স্টিলের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর ও পিএমএলএ আইনে অভিযুক্ত নীরজ সিংহলকে জামিন দিল সুপ্রিম কোর্টের । গ্রেফতারিতে আইন মানেনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) মন্তব্য আদালতের। প্রায় ১৬ মাস হাজতে থাকা নীরজের মামলার শীঘ্রই শুনানির সম্ভাবনা না থাকায় জামিন বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের। আর্থিক দুর্নীতির পাশাপাশি ব্যাংক জালিয়াতির অভিযোগে ৯ জুন ধৃত। সেই গ্রেফতারির […]
৩ দিনের মার্কিন সফরে রওনা দিলেন প্রধানমন্ত্রী মোদি, যোগ দেবেন কোয়াড বৈঠকে
তিন দিনের মার্কিন সফরে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ একাধিক কর্মসূচিতে ভরপুর তাঁর এই সফর ৷ তবে বিশ্বের নজর কোয়াডের বৈঠকের দিকে ৷ মার্কিন যুক্তরাষ্ট্রে চতুর্থ বার্ষিক কোয়াডের বৈঠক নিয়ে আশাবাদী খোদ প্রধানমন্ত্রীও ৷ তাই সফর শুরুর আগেই বলেন, “ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কোয়াডের […]
রাহুল গান্ধির হেলিকপ্টারে ‘তল্লাশি’ চালাল নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড
একদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে তল্লাশি চালানোর অভিযোগ উঠেছিল আয়কর দফতরের বিরুদ্ধে। এবার রিপোর্টে দাবি করা হল, তামিলনাড়ুতে তল্লাশি চালানো হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর হেলিকপ্টারে। তবে জানা যাচ্ছে, সোমবার সকালের এই তল্লাশি চালিয়েছিলেন নির্বাচনী আধিকারিকরা। রিপোর্ট অনুযায়ী, কেরলের ওয়েনাড়ে নির্বাচনী প্রচারে যাওয়ার জন্য হেলিকপ্টারে করে তামিলনাড়ুর নীলগিরিতে যান রাহুল গান্ধী। তাঁর হেলিকপ্টার সেখানে অবতরণ […]