সুপ্রিমকোর্টের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি পদে জয়ী কপিল সিব্বাল

রাজ্যসভার সাংসদ এবং সিনিয়র অ্যাডভোকেট কপিল সিবাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের (এসসিবিএ) সভাপতি নির্বাচিত হয়েছেন, এই পদটি তিনি গত তিন দশকে তিনবার অধিষ্ঠিত হয়েছেন। ৭৫ বছর বয়সী প্রবীণ আইনজীবী, যিনি গত বছর বারে ৫০ বছর পূর্ণ করেছিলেন, তিনি SCBA-এর বর্তমান ভাইস প্রেসিডেন্ট প্রদীপ রাইকে পরাজিত করেছিলেন। সূত্র জানায়, ভোটার তালিকায় ২৮৫০ সদস্যের নির্বাচনে মোট ২৩৩০ জন অ্যাডভোকেট ভোট দিয়েছেন। জানা গেছে যে সিবাল ১০৬৬ ভোট পেয়েছিলেন, রাই পেয়েছেন ৬৮৯ ভোট এবং বর্তমান রাষ্ট্রপতি আদিশ আগরওয়ালা ৩০৭ভোট পেয়েছেন।

error: Content is protected !!