ফের সরকারি হাসপাতালে ৬৫ বছরের মহিলাকে ধর্ষণ, তদন্ত শুরু করেছে কর্ণাটক পুলিশ

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় উত্তাল গোটা দেশ। মামলা ইতিমধ্যেই গিয়েছে সুপ্রিম কোর্টে। বিচারের দাবিতে দেশজুড়ে আন্দোলনে নেমেছেন সমাজের সকল পেশার মানুষ। এর মধ্যেই ফের সরকারি হাসপাতালে ধর্ষণের ঘটনা ঘটল। কর্ণাটকের চিক্কাবাল্লাপুর জেলার একটি সরকারি হাসপাতালে ৬৫ বছরের এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল এই ব্যক্তির বিরুদ্ধে। জানা গিয়েছে, অভিযুক্ত বছর পঁচিশের ওই ব্যক্তিও হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন। বুধবার দুপুর দুটোর দিকে এই ঘটনা ঘটে। ওই মহিলা গ্রাম থেকে হাসপাতালে চিকিৎসা করাতে এসেছিলেন। দেরি হয়ে যাওয়ায় তিনি হাসপাতালেই রাত্রিযাপন করার সিদ্ধান্ত নেন। জানা গিয়েছে, তিনি যখন বিশ্রাম নিচ্ছিলেন সেই সময় তাঁকে একা পেয়ে অভিযুক্ত ইরফান তাকে ধর্ষণ করে। সাহায্যের জন্য মহিলার চিৎকার শুনে হাসপাতালের কয়েকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে। অভিযুক্তকে ঘটনাস্থলেই পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। চিক্কাবল্লাপুরের পুলিশ সুপার কুশল চৌকসে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘মহিলা চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলেন। তিনি হাসপাতাল চত্বরে থাকাকালীন এক ব্যক্তি তাকে ধর্ষণ করে। অভিযুক্তকে গ্রেপ্তার করে হেফাজতে পাঠানো হয়েছে।’ পুলিশ সূত্রে খবর, ভারতীয় ন্যায় সংহিতা ধারা ৬৪- এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। নির্যাতিতা মহিলা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ অভিযুক্তকে জেরা করে এবং হাসপাতাল চত্বরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত করছে।

error: Content is protected !!