আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় উত্তাল গোটা দেশ। মামলা ইতিমধ্যেই গিয়েছে সুপ্রিম কোর্টে। বিচারের দাবিতে দেশজুড়ে আন্দোলনে নেমেছেন সমাজের সকল পেশার মানুষ। এর মধ্যেই ফের সরকারি হাসপাতালে ধর্ষণের ঘটনা ঘটল। কর্ণাটকের চিক্কাবাল্লাপুর জেলার একটি সরকারি হাসপাতালে ৬৫ বছরের এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল এই ব্যক্তির বিরুদ্ধে। জানা গিয়েছে, অভিযুক্ত বছর পঁচিশের ওই ব্যক্তিও হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন। বুধবার দুপুর দুটোর দিকে এই ঘটনা ঘটে। ওই মহিলা গ্রাম থেকে হাসপাতালে চিকিৎসা করাতে এসেছিলেন। দেরি হয়ে যাওয়ায় তিনি হাসপাতালেই রাত্রিযাপন করার সিদ্ধান্ত নেন। জানা গিয়েছে, তিনি যখন বিশ্রাম নিচ্ছিলেন সেই সময় তাঁকে একা পেয়ে অভিযুক্ত ইরফান তাকে ধর্ষণ করে। সাহায্যের জন্য মহিলার চিৎকার শুনে হাসপাতালের কয়েকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে। অভিযুক্তকে ঘটনাস্থলেই পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। চিক্কাবল্লাপুরের পুলিশ সুপার কুশল চৌকসে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘মহিলা চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলেন। তিনি হাসপাতাল চত্বরে থাকাকালীন এক ব্যক্তি তাকে ধর্ষণ করে। অভিযুক্তকে গ্রেপ্তার করে হেফাজতে পাঠানো হয়েছে।’ পুলিশ সূত্রে খবর, ভারতীয় ন্যায় সংহিতা ধারা ৬৪- এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। নির্যাতিতা মহিলা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ অভিযুক্তকে জেরা করে এবং হাসপাতাল চত্বরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত করছে।
Related Posts
ভারতের পরবর্তী বায়ুসেনা প্রধান হচ্ছেন এয়ার মার্শাল অমর প্রীত সিং
এয়ার মার্শাল অমর প্রীত সিং হবেন ইন্ডিয়ার এয়ারফোর্সের পরবর্তী প্রধান। এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরীর কাছ থেকে তিনি দায়িত্ব নেবেন বলে খবর। শনিবার সরকারি তরফে একথা ঘোষণা করা হয়েছে। ৩০ শে সেপ্টেম্বর ভিআর চৌধুরী অবসর নিচ্ছেন। তাঁর জায়গায় পরবর্তী বায়ুসেনা প্রধান হবে এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং। তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ১৯৮৪ সালের ডিসেম্বর […]
ভারতীয়দের ইরান-ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করল বিদেশ মন্ত্রক
ভারতীয়দের ইরান-ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করল বিদেশ মন্ত্রক। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতীয়দের এই দুই দেশে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও, ইসরায়েল বা ইরানে থাকা ভারতীয়দের দূতাবাসে যোগাযোগ করতে এবং নিজেদের নিবন্ধন করতে বলা হয়েছে। এছাড়াও, তাদের নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে এবং তাদের কার্যক্রম ন্যূনতম পর্যন্ত সীমিত করার জন্য অনুরোধ করা […]
মহারাষ্ট্রের ভারী বৃষ্টির জেরে মৃত ৭, জারি লাল সতর্কতা
মহারাষ্ট্র জুড়ে ভারী বৃষ্টির জেরে মৃত্যু হয়েছে অন্তত ৭ জনের। এর মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে পুনে শহরেই। এদিকে ভারী বৃষ্টির জেরে মুম্বইও ডুবে গিয়েছে। আজ আইএমডি-র তরফ থেকে লাল সতর্কতা জারি করা হয়েছে মুম্বই লাগোয়া বেশি কিছু জায়গার জন্যে। এই আবহে আজ আরও কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে বাণিজ্যনগরীতে। এর আগে গতকাল মুম্বইতে ১১টি […]