উত্তরাখণ্ডের পবিত্র চারধাম যাত্রার শুক্রবার আনুষ্ঠানিক সূচনা হল। বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে কেদারনাথ ধামের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হয় শুক্রবার। অক্ষয় তৃতীয়ার দিন কেদারনাথ ধামের পোর্টালগুলি খোলার মধ্য দিয়ে এই যাত্রার সূচনা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। কেদারনাথ মন্দিরকে প্রায় ৪০ কুইন্টাল গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে। গঙ্গোত্রী এবং যমুনোত্রী মন্দিরের পোর্টালগুলিও শুক্রবার খুলে যাচ্ছে। রাজ্য সরকার ইতিমধ্যেই চারধাম যাত্রার সময় তীর্থযাত্রীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে। ২২ লক্ষেরও বেশি মানুষ ইতিমধ্যেই তীর্থযাত্রার জন্য নাম নথিভুক্ত করেছেন। যদিও বদ্রীনাথের দরজা খুলছে ১২ মে।
Related Posts
একটানা ভারী বৃষ্টির জেরে কেরলে ভয়াবহ ভূমিধস, মৃত ২৪, নিখোঁজ বহু
একটানা বর্ষণের জেরে কেরলের ভয়াবহ ভূমিধস নামে। ভয়াবহ ভূমিধসের জেরে মৃত্যু হয়েছে ২৪ জনের। এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে অনুমান। সেই সঙ্গে বহু মানুষ আটকে রয়েছেন ভূমিধ্বসের জেরে। ফলে একটানা বৃষ্টির জেরে দক্ষিণের এই রাজ্যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। ওয়েনাড়ের মেপ্পাডি, মুন্ডাক্কাই, চূরাল মালা জেলায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে কেরল নিয়ে আশঙ্কা ক্রমশ […]
উত্তরপ্রদেশে হাথরসে সৎসঙ্গেই পদপিষ্ট হয়ে ১০৭জন
উত্তরপ্রদেশের হাথরসে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে অন্তত ১০৭জনের মৃত্যু। সৎসঙ্গে যোগ দিতে গিয়েছিলেন ভক্তরা। সেখান থেকে বেঁচে ফিরতে পারলেন না অনেকেই। ভোলেবাবার সৎসঙ্গে গিয়েছিলেন তাঁরা। কিন্তু কে এই ভোলেবাবা? নারায়ণ শঙ্কর হরি নামে ডাকা হয় তাঁকে। বেশিরভাগ সময়ই তাঁকে সাদা ড্রেসেই দেখা যায়। প্রায় ১৮ বছর ধরে তিনি উত্তরপ্রদেশ পুলিশে কর্মরত ছিলেন। তবে তিনি উত্তরপ্রদেশ […]
ঝাড়খণ্ডের জামশেদপুরের এয়ারক্রাফ্টের ধ্বংসাবশেষ খুঁজতে ভারতীয় নৌবাহিনী
ভেঙে পড়া এয়ারক্রাফ্টের সন্ধানে তল্লাশি চালাবে ভারতীয় নৌসেনা ৷ ২০ অগস্ট ঝাড়খণ্ডের জামশেদপুরের এরোড্রোম থেকে একটি ট্রেনার এয়ারক্রাফ্ট রওনা দেয় ৷ তাতে একজন বিমানচালক এবং একজন শিক্ষানবিশ ছিলেন ৷ কিছুক্ষণ পরেই এয়ারক্রাফ্টটি নিখোঁজ হয়ে যায় ৷ সেই বিমানে থাকা একজনের দেহ পাওয়া গিয়েছে চান্ডিল জলাধারে ৷ এবার ভেঙে পড়া এয়ারক্রাফ্টের খোঁজে তল্লাশি চালাতে ১৯ সদস্যের […]