শুক্রবারই অন্তবর্তীকালীন জামিনে জেল থেকে ছাড়া পেয়েছেন আপ সুপ্রিমো অরবিন্দ কোজরিওয়াল। সামনেই নির্বাচন। তাই সময় নষ্ট না করে শনিবার থেকেই পুরোদমে নির্বাচনী প্রচারে বেরিয়ে পড়েছেন তিনি। ২৫ মে ভোট রয়েছে দিল্লিতে। শনিবার সকালে হনুমান মন্দিরে পুজো দিয়ে আপের দপ্তরে সাংবাদিক সম্মেলন রয়েছে তাঁর। বিকেল চারটে নাগাদ দক্ষিণ দিল্লিতে রোড শো করবেন দিল্লির মুখ্যমন্ত্রী। ছ’টা নাগাদ পূর্ব দিল্লির কৃষ্ণনগরে রোড শো। শুক্রবার জেল থেকে ছাড়া পেয়ে নিজের বাসভবনে আসেন কেজরিওয়াল। সেখানে ঢাক. ঢোল নিয়ে ভিড় জমিয়েছিলেন আপ কর্মী সমর্থকরা। তাঁদের উদ্দেশেও হাত নাড়েন তিনি। এরপর শনিবার থেকেই নির্বাচনকে পাখির চোখ করে পুরোদস্তুর প্রচারে আপ সুপ্রিমো। আপ সূত্রে খবর, শুধু দিল্লিতেই নয় হরিয়ানা এবং পাঞ্জাবেও যেতে পারেন কেজরি। ইন্ডিয়া ব্লকের হয়ে ইতিমধ্যেই দেশজুড়ে প্রচার করছেন নেতারা। তার মধ্যে কেজরিওয়াল যোগ দেওয়ায় কর্মী সমর্থকরা আলাদা উৎসাহ পাবেন বলেই মনে করা হচ্ছে।
Related Posts
‘সব মিথ্যা’, হিন্ডেনবার্গের দাবি অস্বীকার করলেন সেবি প্রধান মাধবী বুচ
হিন্ডেনবার্গের বিস্ফোরক দাবি উড়িয়ে দিলেন সেবি চেয়ারপার্সন। রতে শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার স্বশাসিত ও নিরপেক্ষ ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছে মার্কিন সংস্থা। হিন্ডেনবার্গ রিসার্চ জানিয়েছে, সেবির বর্তমান চেয়ারপার্সন মাধবী বুচ এবং তাঁর স্বামীর আদানির অফশোর কোম্পানিতে অংশীদারিত্ব রয়েছে। যদিও সেই দাবি সাফ নাকচ করে দিয়েছেন তাঁরা। দেশজুড়ে চলা তোলপাড় এবং […]
UGC নেট-এর প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে বিহারের গ্রামে সিবিআই ঢুকতেই হেনস্থার শিকার, ভাঙচুর গাড়ি
ইউজিসি নেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কাণ্ডে তদন্ত করতে বিহারের নওদা জেলার রজৌলিতে রবিবার প্রবেশ করেছিল সিবিআইয়ের টিম। আর গ্রামে প্রবেশ মাত্রই সিবিআইকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও খবর। তদন্তে নেমে পুলিশ ২০০ জন গ্রামবাসীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। অভিযুক্তের মধ্যে মাত্র ৮ জনের নাম সামনে এসেছে। গোটা পরিস্থিতিতে […]
‘প্রধানমন্ত্রীর নয়া কাশ্মীরের বিরুদ্ধে লড়ব’, ভোটের আগে জেল থেকে বেরিয়ে বললেন রশিদ
ভোটের আগে জেল থেকে বেরলেন বারামুল্লার সাংসদ ইঞ্জিনিয়র রশিদ ৷ মঙ্গলবার তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে দিল্লির একটি আদালত ৷ সেইমতো বুধবার বিকেলে রশিদ তিহাড় থেকে সাময়িক মুক্তি পেলেন তিনি ৷ জম্মু-কাশ্মীরে আসন্ন বিধানসভা ভোটে প্রচারের জন্য তিনি আপাতত 2 অক্টোবর পর্যন্ত জেলের বাইরে থাকতে পারবেন, নির্দেশ দিয়েছে আদালত ৷ এদিন, জেলের বাইরে সাংবাদিকদের রশিদ […]